3.4 C
London
January 19, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

‘হায় মুজিব হায় মুজিব’ মাতম তোলা সেই আ.লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামে ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম তোলা সেই বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি হাজী মো. ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে বন্দর থানার ২ নম্বর সাইট মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাজী মো.ইকবাল নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর ২ নম্বর সাইট হাজী ইকবাল বাড়ির মৃত আলী আকবরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি কাজী সুলতান আহসান উদ্দিন।

পুলিশ জানায়, রোববার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বন্দর থানার একটি পুলিশ ফাঁড়িতে হামলা লুটপাটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। রোববার তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বন্দর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

হাজী ইকবাল চাঞ্চল্যকর যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও ২০১৭ সালের ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাজিয়া মিছিলের আদলে সমাবেশ করে ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম তুলেছিলেন হাজী ইকবাল।

অভিযোগ আছে, অনুসারীদের নিয়ে এলাকায় দীর্ঘ দিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। নগরীর মধ্যম হালিশহর ও বন্দর এলাকায় পান থেকে চুন খসলেই মারামারিতে জড়িয়ে পড়তেন ইকবাল ও তার অনুসারীরা।

এম.কে
১৬ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

গার্মেন্ট শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা নিখোঁজের দাবি

ইসকন ইস্যুতে পুলিশের ‘ভুয়া বক্তব্য’ প্রকাশ করেছে রয়টার্স