9 C
London
November 8, 2024
TV3 BANGLA
মধ্যপ্রাচ্য

হারামাইন শরিফে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ছাড়া ভিন্ন স্লোগান নিষিদ্ধ

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে হজ ও ওমরাহর বিশেষ দোয়া- লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ছাড়া অন্য কোনো স্লোগান দেয়া যাবে না।

হারামাইন শরিফের পরিচালনা পর্ষদের প্রধান এবং ইমাম শায়খ ড. আবদুর রহমান আল সদুাইস জানিয়েছেন, পবিত্র দুই মসজিদের পবিত্রতার বিষয়টি বেশ স্পর্শকাতর। এজন্য এই নিষেধাজ্ঞা।

সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে বক্তৃতাকালে শায়খ আল সুদাইস বলেন, হারাম শরিফে শান্তি ও নিরাপত্তার বিষয়টি ইসলামের সাথে বেশ গভীরভাবে সম্পৃক্ত। কারণ উভয়টিই নিরাপদ স্থান।

তিনি বলেন, এজন্য হারামাইন শরিফে সমাগত হাজিদের কর্তব্য নিষেধাজ্ঞার বিষয়টির প্রতি খেয়াল রাখা। কেননা, পবিত্র দুই মসজিদের পবিত্রতার বিষয়টি বেশ স্পর্শকাতর, যা উপেক্ষা করা যায় না।

তিনি আরো বলেন, হারামাইন শরিফ ইবাদতের স্থান। এটি স্লোগান ও শোরগোল করার জায়গা নয়। এখানে ইবাদত ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না।

সূত্রঃ ডেইলি জংগ

এম.কে
২৭ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

মরুর বুকে এঁকেবেঁকে চলবে ২৫ হাজার কোটি ডলারের রেলপথ

ইরাকের রাজনীতিবিদরা মদ বিক্রির অনুমতি চান

ওমরাহ পালনে ভিসা সংক্রান্ত নতুন নির্দেষণা