20.9 C
London
July 27, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

হার্ভার্ডে ভর্তি হতে না পারার অপমানেই কি ট্রাম্পের প্রতিশোধ?

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের তীব্র অবস্থান নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল অবস্থান নেওয়ায় বিশ্ববিদ্যালয়টিতে প্রতিবাদ-বিক্ষোভ হয়, আর সে কারণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হার্ভার্ডের জন্য বরাদ্দ রাষ্ট্রীয় অর্থ বাতিল করে দেন এবং বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করার উদ্যোগ নেন। যদিও সেই নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত আদালতে টিকেনি।

তবে রাজনৈতিক ক্ষোভের পেছনে রয়েছে ব্যক্তিগত আক্রোশ—এমন তথ্য সামনে এনেছেন ট্রাম্পের জীবনীকার মাইকেল উলফ। তিনি দাবি করেন, এক সময় ট্রাম্প নিজে হার্ভার্ডে ভর্তি হতে না পেরে অপমানবোধ করেছিলেন এবং সেই ব্যর্থতার প্রতিশোধ নিতে এখন বিশ্ববিদ্যালয়টির ওপর চরম ক্ষোভ ঝাড়ছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউসে অনেকেই বিষয়টি রসিকতার সুরে বলেন—ট্রাম্পের ছেলে ব্যারন হার্ভার্ডে সুযোগ না পাওয়ায় প্রেসিডেন্ট ক্ষুব্ধ। তবে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, ব্যারন কখনোই হার্ভার্ডে আবেদন করেনি; সে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ছে।
মাইকেল উলফ দ্য ডেইলি বিস্ট-এর পডকাস্টে উপস্থাপিকা জোয়ানা কোলসকে বলেন, ট্রাম্পের রাজনৈতিক সিদ্ধান্তের পেছনে যুক্তি খোঁজা কঠিন। তবে তার মতে, হার্ভার্ডে ভর্তি না হতে পারা ট্রাম্পের ব্যক্তিগত ক্ষোভের একটি মূল কারণ, এবং সেটিই এখন আইভি লিগ প্রতিষ্ঠানগুলোর প্রতি ট্রাম্পের বিরূপ মনোভাবের উৎস।
ট্রাম্পের ঘনিষ্ঠ অনেকে হার্ভার্ড ও ইয়েলসহ আইভি লিগে পড়েছেন। জেডি ভ্যান্স যেমন ইয়েলে পড়েছেন। এ বিষয়টি তুলে ধরে কোলস বলেন, ট্রাম্প হয়তো তাদের প্রতিও মনোক্ষুণ্ণ ছিলেন।
ট্রাম্প পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ারটন স্কুল থেকে স্নাতক হলেও তার কলেজ ভর্তির ইতিহাস ঘিরে বহু বিতর্ক রয়েছে। ভাতিজি মেরি ট্রাম্প তার বই ও রেকর্ড করা কথোপকথনে দাবি করেছেন, ট্রাম্প স্যাট পরীক্ষায় অন্য একজনকে ভাড়া করেছিলেন। এমনকি ফেডারেল বিচারক ম্যারিয়ান ট্রাম্প ব্যারিও বলেছিলেন, তিনি নিজে ভাইয়ের হয়ে কাজ করতেন এবং এক বন্ধুকে দিয়ে তার ভর্তি পরীক্ষা দিতে বলেছিলেন।
হোয়াইট হাউস এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলে, মাইকেল উলফ ও দ্য ডেইলি বিস্ট মিথ্যা প্রচারে ব্যস্ত। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সফলতা প্রমাণ করে যে তাকে হার্ভার্ডের মতো ‘অতিরিক্ত মূল্যায়িত’ প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল না।
সম্প্রতি হোয়াইট হাউস হার্ভার্ডের বেশিরভাগ ফেডারেল তহবিল বাতিল করে, কারণ বিশ্ববিদ্যালয়টি ট্রাম্পের বৈচিত্র্যবিরোধী নীতি মেনে চলতে অস্বীকৃতি জানায়। ট্রাম্প দাবি করেন, হার্ভার্ডে ইহুদি বিদ্বেষ প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং তিনি সে কারণেই ব্যবস্থা নিচ্ছেন।
মাইকেল উলফ বলেন, ট্রাম্পের মূল লক্ষ্য হচ্ছে সংবাদমাধ্যমে আধিপত্য বজায় রাখা। তিনি এমন নাটকীয় ও কৌশলীভাবে হার্ভার্ডের পেছনে লেগেছেন, যাতে মনে হয় প্রতিষ্ঠানটি অস্তিত্ব সংকটে পড়েছে। বাস্তবে, এটি তার পুরোনো প্রতিশোধপরায়ণ মানসিকতারই প্রতিফলন।
সূত্রঃ দ্য ইনডিপেনডেন্ট
এম.কে
৩০ জুন ২০২৫

আরো পড়ুন

সরকারি ডিভাইসে উইচ্যাট নিষিদ্ধের কথা ভাবছে অষ্ট্রেলিয়া

ভারতের ছয়টি রাজ্যের শিক্ষার্থীদের নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো

স্নাতকোত্তর-পিএইচডি করুন ব্রুনাইয়ের বিশ্ববিদ্যালয়ে, প্রতিমাসে ৪০ হাজার টাকা