10.2 C
London
April 18, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে, আর কিছু বলা যাবে নাঃ বিক্রম মিশ্রি

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর শুক্রবার (৪ এপ্রিল) প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ড. ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির বৈঠক হয়েছে। এই বৈঠকে নানা প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গ।

ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, বৈঠকে মোদি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ভারতের ইচ্ছার ওপর জোর দেন।

বিক্রম মিশ্রি বলেন, মোদি আরও আহ্বান জানিয়েছেন, পরিবেশের ক্ষতি করে এমন যে কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো। সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার জন্য আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ করা প্রয়োজন। বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে।

সূত্রঃ এএনআই

এম.কে
০৪ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান মারা গেছেন

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

নিজেদের স্বার্থে টিউলিপকে মন্ত্রী বানায় লেবার পার্টি’