15.6 C
London
October 5, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

হাসিনার আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচারঃ লন্ডনে তথ্যচিত্র উদঘাটন

লন্ডনের খ্যাতনামা ফিন্যান্সিয়াল টাইমস একটি তথ্যচিত্র প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং বিপুল অঙ্কের অর্থপাচারের চিত্র উঠে এসেছে। নাম রাখা হয়েছে “বাংলাদেশের হারানো বিলিয়নঃ চোখের সামনেই চুরি”।

চলচ্চিত্রের শুরুতে দেখা যায় শেখ হাসিনার পতনের প্রেক্ষাপট। বৈষম্যবিরোধী আন্দোলনের তরুণ নেতৃত্ব রাফিয়া রেহনুমা হৃদি ও রেজওয়ান আহমেদ রিফাদ তুলে ধরেন দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ক্ষোভ, যা শেষ পর্যন্ত রাস্তায় বিস্ফোরিত হয়।

এরপর ধাপে ধাপে প্রকাশিত হয় অর্থ লোপাটের চিত্র। দীর্ঘ ১৫ বছরের শাসনকালে বাংলাদেশের ভেতর থেকে বেরিয়ে গেছে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার—বাংলাদেশি টাকায় যার পরিমাণ কয়েক লাখ কোটি। এই অঙ্কের বেশির ভাগই সরকারি প্রকল্প, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক খাত থেকে সরিয়ে নেওয়া হয়।

তথ্যচিত্রে বিশ্লেষকরা দেখান, অর্থের সিংহভাগ গিয়েছে লন্ডন, দুবাই, কানাডা এবং মালয়েশিয়ার বাজারে। কোথাও বিলাসবহুল ফ্ল্যাট, কোথাও ব্যবসায়িক শেয়ার বা গোপন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা বসানো হয়েছে। প্রতিটি ক্ষেত্রে একই ধারা—দেশের ভেতর দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছে বিদেশে।

তথ্যচিত্রে যুক্ত হয়েছে আন্তর্জাতিক সাংবাদিক ও দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থার মতামত। তাদের মতে, এই বিশাল অঙ্ক ফেরত আনা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। কারণ পাচারকৃত অর্থ বিভিন্ন দেশের আইন, ব্যবসা এবং প্রভাবশালী নেটওয়ার্কের ভেতরে মিশে গেছে।

চলচ্চিত্রের পুরোটা জুড়ে একটিই স্পষ্ট বার্তা—শাসকগোষ্ঠীর ছত্রচ্ছায়ায় চলা পরিকল্পিত অর্থপাচার বাংলাদেশের উন্নয়ন ও জনগণের ভবিষ্যৎকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই হারানো বিলিয়ন ফিরিয়ে আনা এখন জাতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সূত্রঃ দ্য ফিন্যান্সিয়াল টাইমস

এম.কে
১৩ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

মোদির ফোন, ভারতীয় সাংবাদিকদের এসে দেখে যেতে বললেন ড. ইউনূস

ভারতে বসে প্রবাসী সরকার গঠনের পাঁয়তারা শেখ হাসিনার

কোভিডের সেকেন্ড ওয়েভ দেখছে যুক্তরাজ্য: বোরিস জনসন

অনলাইন ডেস্ক