4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

হাসিনা কোথায় যাবেন এখনো জানে না ভারত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত ভারতে অবস্থান করছেন। তবে ভারত থেকে তার পরবর্তী গন্তব্য কোথায় হবে, তা এখনো জানে না দেশটির সরকার। আজ বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক বিবৃতিতে ভারতের এমন মনোভাব দেখা গেছে।

শেখ হাসিনার সম্ভাব্য গন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘তার পরিকল্পনার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তিনি কী করবেন, তা তাকেই ঠিক করতে হবে।’

ভারতের কাছে বাংলাদেশের জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য বলেও উল্লেখ করেন জয়সোয়াল। তাই দেশটি আশা করছে, দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কারণ, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে পুরো অঞ্চলের জন্যই তা মঙ্গলজনক হবে বলে জানান মুখপাত্র।

শেখ হাসিনা পরবর্তীকালে কোন দেশে যাবেন—এমন প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন জয়সোয়াল। ক্ষমতাচ্যুত নেত্রী ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন কি না সেই বিষয়টিও গোপন রাখেন তিনি। এই বিষয়ে তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির কথা স্মরণ করিয়ে দেন।

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কথা হয়েছে বলে জানান জয়সোয়াল। এই বিষয়ে এক টুইটে জয়শঙ্কর লিখেছেন, ‘ডেভিড ল্যামি ফোন করেছিলেন। পশ্চিম এশিয়া ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।’

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা ও লুটপাটের বিষয়ে প্রশ্ন করা হলে জয়সোয়াল বলেন, ‘সংখ্যালঘুদের বিষয়ে আমরা সব সময় খোঁজ রাখছি। তবে কতজন নিহত, আহত, আক্রান্ত, ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই হিসাব আমাদের কাছে নেই।’

এর আগে আজ সকালে শেখ হাসিনার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ জানিয়েছেন, মায়ের সঙ্গে তার এখনো দেখা হয়নি। ব্যক্তিগত এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আমার দেশে প্রাণহানির ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে। এতটাই মন খারাপ হয়েছে যে আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে এবং আলিঙ্গন করতে পারিনি। আঞ্চলিক পরিচালক হিসেবে আমার ভূমিকার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন। জয় বলেন, ‘যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, তখনই তিনি ফিরে আসবেন।’

সূত্রঃ পিটিআই

এম.কে
০৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

আন্দোলন মোকাবিলায় মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, পররাষ্ট্রমন্ত্রীকে ১৪ দূতাবাসের চিঠি

হাসিনাকে ফেরত চেয়ে চিঠিঃ জবাব না পেলে যাবে তাগাদাপত্র

‘সাউথ এশিয়ান্স ফর বাইডেন’ এর জ্যেষ্ঠ পরামর্শক ওসমান সিদ্দিক

অনলাইন ডেস্ক