6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

হাসিনা গদিচ্যূত হতেই বাংলাদেশে গঠিত হচ্ছে অন্তর্বর্তী সরকার, থাকছেন আর কারা?

শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারে কারা কারা থাকছেন, তা নিয়ে বেশ কিছু নাম সামনে আসতে শুরু করে। বেশ কিছু সূত্র দাবি করছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারে নেতৃত্ব দিতে চলেছেন সলিমুল্লাহ খান। ইতিমধ্যেই সরকারে কারা কারা থাকতে চলেছেন, তাদের নামের তালিকা সামনে আসতে আরম্ভ করেছে।

এই সরকারে যারা থাকছেন, তাদের মধ্যে রয়েছেন আসিফ নজরুল, অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহাব মিঞা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সাবেক জেনারেল ইকবাল করিম ভুঁইঞা, প্রাক্তন আইজি প্রিজন্স মেজর জেনারেল(অবসরপ্রাপ্ত) সৈয়দ ইফতেখার উদ্দিন। এছাড়াও এই তালিকায় রয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য, মতিরউর রহমান চৌধুরী, প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ড. হোসেন জিল্লুর রহমান, প্রাক্তন বিচারপতি এম এ মাতিন।

সূত্রঃ দ্য হিন্দুস্তান টাইমস

এম.কে
০৫ আগস্ট ২০২৪

আরো পড়ুন

সরকারি অফিস সময় ৯-৫টায় ফিরল

দেশের গণ্ডি পেরিয়ে কচুর লতি যাচ্ছে লন্ডনে

৭ রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ ১২ কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ