হিথ্রো বিমানবন্দরে বর্ডার ফোর্স কর্মীদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।
পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়নের (পিসিএস) সদস্যরা শিফট পরিবর্তনের কারণে ১১ এপ্রিল থেকে চার দিনের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল।
পিসিএসের সাধারণ সম্পাদক ফ্রান হিথকোট বলেছেন, “ধর্মঘট স্থগিত করা মানে বিরোধের অবসান ঘটা নয়”। আমরা সুযোগ দিয়ে দেখতে চাই হোম অফিস সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয় কিনা।
খবরে জানা যায়, ধর্মঘট বন্ধ ঘোষণার আগে হোম অফিস জানিয়েছিল তাদের পরিকল্পনা রয়েছে সমস্যা সমাধানের জন্য। যদিও ইউনিয়ন অবহিত করেছে, হঠাৎ শিফট পরিবর্তনের ফলে চাকুরীর ক্ষতি হতে পারে বিধায় কর্মীরা নারাজি প্রকাশ করেছে।
পিসিএসের সাধারণ সম্পাদক হিথকোট আরও বলেন, “যদি হোম অফিস সদস্যদের অভিযোগকে গুরুত্ব সহকারে না নেয় তাহলে আবারও ধর্মঘটের ডাক আসতে পারে।”
সূত্রঃ বিবিসি
এম.কে
০৭ এপ্রিল ২০২৪