TV3 BANGLA
বাংলাদেশ

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া, আজ দেশে ফেরত আসছেন ইউকে হতে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চার মাস চিকিৎসা শেষে আজ সোমবার (৫ মে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন ত্যাগ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দেন।

বেগম জিয়ার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ মোট ৯ জন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন, তারা যেন সুশৃঙ্খলভাবে রাস্তার পাশে অবস্থান করে নেত্রীকে স্বাগত জানান এবং যানজট সৃষ্টি না করেন, কারণ মঙ্গলবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বেগম জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে তার আগমনের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাড়ির সামনের লনে রঙিন ফুলের টব সাজানো হয়েছে এবং বাড়ির অভ্যন্তর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা স্লোগান দিতে থাকলে বেগম জিয়া গাড়ি থেকে হাত নেড়ে তাদের সাড়া দেন।

বেগম খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এম.কে
০৫ মে ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন

প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে ‘পেপাল’ নিয়ে আলোচনা

সাকিবকে নিয়ে জনমনে ক্ষোভ: সংবাদমাধ্যমের দায় কতটুকু?

অনলাইন ডেস্ক