17.7 C
London
August 28, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হিথ্রো বিমানবন্দরে যাত্রীর স্যুটকেস হতে চারশো হাজার পাউন্ড উদ্ধার

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে একজন যাত্রীর স্যুটকেসের ভেতর হতে ৪,০০,০০০ পাউন্ডের ব্যাংকনোট পাওয়া গিয়েছে। পরবর্তীতে ব্যক্তিকে মানি লন্ডারিংয়ের অভিযোগে অভিযুক্ত করা হয়।

যুক্তরাজ্যের বর্ডার ফোর্স ৪১ বছর বয়সী অস্ট্রিয়ার বাসিন্দা ব্রুমান্দ নাসাবকে বুধবার তুরস্কগামী একটি ফ্লাইটে উঠতে যাওয়ার সময় আটক করে।

পুলিশ জানিয়েছে, তার ব্যাকপ্যাকে প্রায় ১১,০০০ ইউরো (£৯,১০০) ছিল। ঘটনাস্থলেই সমস্ত নগদ অর্থ জব্দ করা হয় এবং নাসাবকে গ্রেপ্তার করা হয়।

“প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট” অনুসারে, মানি লন্ডারিং হল ‘একটি প্রক্রিয়া যার মাধ্যমে অপরাধ থেকে প্রাপ্ত অর্থকে এমন সম্পদে রূপান্তরিত করা হয় যা বৈধ উৎস থেকে এসেছে বলে মনে হয়। যাতে অর্থ স্থায়ীভাবে রাখা বা অন্য অপরাধমূলক কর্মকাণ্ডে পুনর্বিন্যাস করা যায়।’

ন্যাশনাল ক্রাইম এজেন্সির একজন মুখপাত্র বলেছেন: ‘একজন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে, তার স্যুটকেসে চারশো হাজার পাউন্ড নগদ পাওয়া যায় এবং তিনি যুক্তরাজ্য থেকে পালানোর চেষ্টা করছিলেন।’

‘অস্ট্রিয়ার নাগরিক ব্রুমান্দ নাসাব (৪১) বুধবার হিথ্রো বিমানবন্দরে গ্রেপ্তার হন এবং মানি লন্ডারিংয়ের একটি অভিযোগে অভিযুক্ত হন।

সূত্রঃ দ্য সান

এম.কে
১৭ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

ব্রিটেনে অবরুদ্ধ মিয়ানমারের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

স্ট্যাম্প ডিউটির প্রভাবেই যুক্তরাজ্যে বাড়ির দামে বড় পতন, দুই বছরে সর্বোচ্চ মাসিক ধস

দীর্ঘমেয়াদে ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব পড়ছে ইইউ-যুক্তরাজ্য বাণিজ্যে