বাংলাদেশের বাজারে গরুর মাংসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যে সাধারণ ভোক্তাদের জন্য ‘সুখবর’ দিয়েছে ব্রাজিল। দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস পেরেজ জানিয়েছেন, বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে মাত্র ১২০ থেকে ১২৫ টাকায় প্রতি কেজি গরুর মাংস আমদানি করতে পারবে।
গত ২০ আগস্ট ঢাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এ প্রস্তাব দেন। তিনি বলেন, “ব্রাজিল সুলভ মূল্যে গরুর মাংস বাংলাদেশে রপ্তানি করতে প্রস্তুত। বাংলাদেশ সরকারের অনুমতি ও হালাল সার্টিফিকেট পেলেই দ্রুত রপ্তানি কার্যক্রম শুরু করা সম্ভব।”
বর্তমানে দেশের খুচরা বাজারে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা। সেখানে ব্রাজিল থেকে আমদানি করা মাংসের দাম যদি এক ডলারে সীমাবদ্ধ থাকে, তাহলে প্রতি কেজিতে ৬০০ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। রাষ্ট্রদূত জানান, “এটি দেশের সাধারণ মানুষের জন্য একটি বড় আর্থিক স্বস্তি বয়ে আনবে।”
রাষ্ট্রদূতের দাবি, বহু বছর ধরেই ব্রাজিল বাংলাদেশে সুলভ দামে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু পূর্ববর্তী সরকারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিষয়টি বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, “২০২৪ সালেও আমরা ৪.৫ ডলারে রপ্তানির প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।”
শুধু মাংস রপ্তানি নয়, ব্রাজিলের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা, প্রাণিসম্পদ উন্নয়ন ও দুগ্ধ খাতে বিনিয়োগে আগ্রহী বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত পাওলো পেরেজ।
এ প্রক্রিয়া বাস্তবায়নে বাংলাদেশ সরকারের তরফ থেকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল সার্টিফিকেট প্রদান জরুরি। রাষ্ট্রদূত বলেন, “বিশ্বের বহু মুসলিম দেশ ব্রাজিল থেকে হালাল মাংস আমদানি করে। বাংলাদেশও চাইলে খুব সহজেই যুক্ত হতে পারে।”
এম.কে
২৩ আগস্ট ২০২৫