4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

২০০ মিলিয়ন পাউন্ডের জাহাজ ভাসাচ্ছেন বরিস জনসন

বরিস জনসন একটি নতুন জাহাজের পিছনে ২০০ মিলিয়ন পাউন্ড খরচের পরিকল্পনা করছেন। বরিস জনসন বলেছেন, বিশ্বব্যাপী ব্রিটিশ বাণিজ্য ও শিল্পের প্রচার করবে এই জাহাজটি।

 

এই জাহাজটি বাণিজ্য মেলা, মন্ত্রিপরিষদের শীর্ষ সম্মেলন এবং কূটনৈতিক আলোচনার জন্য ব্যবহার করা হবে। ব্রেক্সিটের পরে যুক্তরাজ্যের অন্যান্য দেশের সাথে লিঙ্ক তৈরি এবং রফতানি বাড়াতে ব্যাবহার করা হবে এই জাহাজ। এটি একটি বিলাসবহুল ইয়ট হিসেবে নয় বরং জাহাজ হিসেবেই ব্যাবহার করা হবে।

 

জাহাজটির কোনো নাম ঘোষণা করা হয়নি, তবে জনসন সংবাদ মাধ্যম এবং টরি সংসদ সদস্যদের চাপের মুখে পরে বলেছেন, পরবর্তীতে জাহাজটির নাম ঘোষণা করা হবে।

 

সরকার ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে জাহাজটি তৈরির পরিকল্পনা করেছে।

 

নকশা এবং নির্মাণের জন্য দরপত্র দেওয়ার পরে ২০২২ সালের মধ্যেই এটি নির্মিত শুরু হবে এবং এটি পরবর্তী চার বছরের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশা করছে সরকার।

 

সূত্র: দা গার্ডিয়ান
৩০ মে ২০২১
এসএফ

আরো পড়ুন

আর জনসমক্ষে দেখা যাবে না ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনকে!

প্রধানমন্ত্রীর পার্টি কেলেংকারি: প্রীতি প্যাটেল ও ঋষি সুনাক দ্বন্দে

বিদেশিদের স্বল্পমেয়াদী ভিসা দিচ্ছে সৌদিআরব

নিউজ ডেস্ক