6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

২০২৫ সাল থেকে যুক্তরাজ্য ভ্রমণে লাগবে ই-ভিসা

আগামী বছরের এপ্রিল থেকে ব্রিটেনে ভ্রমণে ইচ্ছুক ইইউ নাগরিকদের জন্য বাধ্যতামূলক ইলেকট্রনিক ভিসা চালুর ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৷ তবে ইইউর বাইরের দেশগুলোর নাগরিকদের জানুয়ারি মাস থেকেই তা কার্যকর করা হবে৷

ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন নামের এই ভিসার ঘোষণা দিয়েছে৷ আগামী বছর থেকে এটি ব্রিটিশ ভূখণ্ডে প্রবেশ করতে ইচ্ছুক যেকোনো বিদেশি ইউরোপীয় বা অ-ইউরোপীয়দের জন্য বাধ্যতামূলক করা হবে৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন প্রযুক্তির মাধ্যমে নতুন ভিসা ব্যবস্থার নিরাপত্তা জোরদার করা হবে এবং অভিবাসন ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে৷

ইইউ নাগরিকদের জন্য এই ই-ভিসাটির মেয়াদ হবে দুই বছর৷ এটি পেতে একজন ব্যক্তিকে ১০ পাউন্ড (প্রায় ১২ ইউরো) খরচ করতে হবে৷ এটি একজন ইইউ নাগরিককে দুই বছরের মধ্যে একটানা সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত থাকার অনুমতি এবং একাধিকবার ভ্রমণের অনুমতি দিবে৷ ২০২৫ সালের মার্চের শুরু থেকে ই ভিসার আবেদন করতে পারবেন ইইউ নাগরিকেরা৷

এছাড়া অ-ইউরোপীয় নাগরিকদের ২০২৫ সালের ৪ জানুয়ারি থেকেই ব্রিটিশ ভূখণ্ডে ভ্রমণের জন্য এই ভিসা নিতে হবে৷ চলতি বছরের ২৭ নভেম্বর থেকে ই ভিসার আবেদন জমা দিতে পারবে ইউরোপের বাইরের দেশগুলোর নাগরিকেরা।

নিয়মটি প্রাথমিকভাবে ২০২৪ সালের শেষের দিকে কার্যকর হওয়ার কথা ছিল৷ শেষ পর্যন্ত ২০২৫ সালের জন্য দুটি আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রায় এক বছর ধরে উপসাগরীয় দেশ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য যুক্তরাজ্য পরীক্ষামূলকভাবে এই বাধ্যতামূলক ব্যবস্থা চালু করেছিল৷

পাইলট প্রকল্পের পর এখন পূর্ণাঙ্গভাবে সব দেশের নাগরিকদের জন্য ই-ভিসা আরোপের সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য৷ তবে আইরিশ নাগরিকেরা এই প্রক্রিয়ার বাইরে থাকবেন৷

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ই-ভিসার আবেদনের শর্তাবলী সম্পর্কিত সব তথ্য ইতোমধ্যেই সরকারি ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে৷ এছাড়া ইউকে ইটিএ অ্যাপ ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করা যাবে৷

ঋষি সুনাকের রক্ষণশীল সরকারের পর লেবার পার্টির নেতৃত্বাধীন দেশটিরও নতুন সরকারও অভিবাসন সীমাবদ্ধ রাখার নীতি অব্যাহত রেখেছে৷ অভিবাসন কমাতে চলতি বছরের এপ্রিল থেকে পারিবারিক ভিসা প্রদান সীমাবদ্ধ করা হয়েছে৷

পারিবারিক ভিসায় যুক্তরাজ্যে আসতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় ন্যূনতম বার্ষিক বেতন ২১ হাজার ৭৪২ ইউরো থেকে বাড়িয়ে ৩৩ হাজার ৯০০ ইউরো করা হয়েছে৷

২০২৫ সালের জানুয়ারি থেকে আয়ের শর্ত ৪৫ হাজার ৩৪০ ইউরো করা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে৷

সূত্রঃ ইউ গভ

এম.কে
১৪ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের র‍্যাপিড করোনা টেস্ট বাধ্যতামূলক

নিউজ ডেস্ক

‘থ্রটলড’ আইফোন ব্যবহারকারীদের ৭৫০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ

ব্রেক্সিটের প্রভাবে যুক্তরাজ্যের ফুলের বাজারে বিশৃঙ্খলা