12.2 C
London
June 7, 2023
TV3 BANGLA
অফবিট

২০৫ ডলার বিলে ৫ হাজার বখশিশ!

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার এক রেস্তোঁরায় একদল রেগুলার কাস্টমার শনিবার (১২ ডিসেম্বর) রাতে তাদের ওয়েট্রেসকে বিস্মিত করে ২০৫ ডলারের বিলের সাথে ৫ হাজার ডলার বখশিশ রেখে যান। দলটি রাতের খাবার খেয়ে তাদের ওয়েট্রেস জিয়ানা ডেঞ্জেলোকে এই বখশিশ দেন।

 

রেস্তোঁরাটি গ্রাহকদের ধন্যবাদ জানাতে ফেসবুকে লিখেছেন, আপনাকে ধন্যবাদ দেয়া ছাড়া আমাদের আর কোনও শব্দ নেই। আমাদের কর্মীদের এখানো বিশ্বাসই হচ্ছে না! আমাদের কর্মীদের সুন্দরভাবে ছুটি কাটাতে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 

কি অবিশ্বাস্য, আশ্চর্যজনক উপহার! এমন উদার কিছু করতে দেখলে মন খুশিতে ভিরে যায়, একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন।

 

আশ্চর্যজনক! পৃথিবীতে এখনো ভাল মানুষ আছে দেখতে পেয়ে এত দুর্দান্ত লাগছে! আরেকজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন।

 

বখশিশ পাওয়া সেই ওয়েট্রেস জিয়ানা ডেঞ্জেলো বলেছেন, তিনি আনন্দে স্তব্ধ হয়ে গেছেন।

 

২০ ডিসেম্বর ২০২০
এসএফ

আরো পড়ুন

ফরাসি প্রেসিডেন্টকে প্রকাশ্যে থাপ্পড়, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

চরমপন্থীদের কাজ হাসিলে ব্রিটিশ শিশুরা!

অনলাইন ডেস্ক

দুইতলা বাড়িকে স্থানান্তর করছেন এক কৃষক!