TV3 BANGLA
ফিচার

২২ আগস্ট পর্যন্ত আবেদনযোগ্য কমনওয়েলথ ফেলোশিপ, আবেদন লিংকসহ

যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপের ঘোষণা দিয়েছে। কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকেরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত ফেলোদের যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২২ আগস্ট বিকেল চারটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশি আবেদনকারীরাও এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রত্যক্ষ লিংক সংযুক্ত আছে, যা ব্যবহার করে সরাসরি আবেদন করা যাবে।

আর্থিক সুবিধাঃ

এই ফেলোশিপে নির্বাচিতরা পাবেন একাধিক আর্থিক সুবিধা। এর মধ্যে রয়েছে—যুক্তরাজ্যে যাওয়া ও দেশে ফেরার উড়োজাহাজ টিকিট, ভিসা প্রসেসিং ফির সুবিধা এবং মাসিক ভাতা। ফেলোরা মাসে ২,১০৪ ব্রিটিশ পাউন্ড (প্রায় ৩ লাখ ৪৫ হাজার টাকা) লিভিং অ্যালাউন্স হিসেবে পাবেন। তবে লন্ডন মেট্রোপলিটন এলাকায় বসবাসকারীরা পাবেন ২,৬১২ পাউন্ড।

এছাড়া যুক্তরাজ্যে যাওয়া-আসার ভাতা হিসেবে মিলবে ১,১৮৩.২০ পাউন্ড এবং বিভিন্ন সংস্থায় যাতায়াত ও সভায় অংশ নিতে সর্বোচ্চ ২,০০০ পাউন্ড প্রদান করা হবে।

যোগ্যতাঃ

আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই কমনওয়েলথভুক্ত দেশের স্থায়ী নাগরিক বা শরণার্থী মর্যাদার হতে হবে। আবেদনকারীদের চাকরিরত অবস্থায় থাকতে হবে এবং ফেলোশিপ শেষে নিজ প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে। আবেদনের সময় নিয়োগদাতা প্রতিষ্ঠানের দুইজন কর্মকর্তার নাম রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে। পাশাপাশি ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য সরাসরি লিংক সংযুক্ত আছে।

https://cscuk.fcdo.gov.uk/scholarships/commonwealth-professional-fellowships-information-for-candidates/

আবেদনের পদ্ধতি ও বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এম.কে
২১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

জামিন মিলল আল্লু অর্জুনের

নিউজ ডেস্ক

হাঁসের মাংস থেকে দূরে থাকবেন যারা

মাত্র ৮০ মিনিটে লন্ডন থেকে নিউইয়র্ক পৌছানো যেভাবে সম্ভব হবে