4 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

২,৪৭,৯০৬ টাকা বেতনে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। গভর্ন্যান্স অ্যাডভাইজার পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৬ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নামঃ ঢাকার ব্রিটিশ হাইকমিশন

পদের নামঃ গভর্ন্যান্স অ্যাডভাইজার, গ্রেড-এসইও

পদসংখ্যাঃ ০১টি

জনবল নিয়োগঃ ১ জন

অভিজ্ঞতাঃ ৩ থেকে ৫ বছর

কর্মস্থলঃ ঢাকা

বেতনঃ ২,৪৭,৯০৬ টাকা (মাসিক)

কর্মঘণ্টাঃ ফুলটাইম (স্থায়ী)

কর্মক্ষেত্রঃ অফিসে

আবেদনের শেষ সময়ঃ ০৬ নভেম্বর ২০২৪

শিক্ষাগত যোগ্যতাঃ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, গভর্ন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতাঃ পাবলিক সেক্টর গভর্ন্যান্স ও সার্ভিস ডেলিভারি, পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও ডমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন বিষয়ে কারিগরি দক্ষতা থাকতে হবে। ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনস্টিটিউশনের ভূমিকা ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও টিমসের কাজ জানতে হবে। গবেষণা কাজের জন্য ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

অন্যান্য সুবিধাঃ ছুটি, মাতৃত্বকালীন ছুটি, অসুস্থতাজনিত ছুটি, স্বাস্থ্যবিমা, সপ্তাহে ২ দিন ছুটি, ভ্রমণসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।

যেভাবে আবেদন করবেনঃ আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

https://fco.tal.net/vx/appcentre-ext/brand-0/spa-1/tmpwid-d7d5_6b54c256-a86f-4bdb-b2be-b2da88522bda/candidate/so/pm/4/pl/1/opp/23789-Governance-Adviser-Grade-SEO-British-High-Commission-Dhaka/en-GB

এম.কে
৩১ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

ড্রাইভার ও পরিচ্ছন্নতা কর্মীর চাকরিতে যেতে চান দেশের পিএইচডিধারীরা

রমজানে যেসব নিয়ম মানতে হবে ব্রিটিশ মুসলিমদের

সম্পর্কের বিনিময়ে নারীদের কাজ পাইয়ে দিতেন বরিস জনসন!