18.7 C
London
August 16, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

৩১ জনের প্রাণহানিতে উত্তাল রাজধানীঃ টিয়ারশেল-লাঠিচার্জের মুখে শিক্ষার্থীরা

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এই মর্মান্তিক ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং রাজধানীজুড়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বুধবার দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের মূল গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা স্লোগান তোলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবিতে।

একপর্যায়ে বিক্ষোভকারীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে। কিছু সরকারি গাড়ি ভাঙচুরের পর পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। আশপাশের শিক্ষাভবন ও জিরো পয়েন্ট এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

বিক্ষোভের মধ্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার ও আইন উপদেষ্টা আসিফ নজরুল মাইলস্টোন কলেজে পরিদর্শনে গেলে তারা শিক্ষার্থীদের অবরোধে পড়েন। দীর্ঘ সময় পর তাদের নিরাপত্তায় সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

চাপে পড়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। এ সিদ্ধান্তের কথা সরকারি প্রেস উইং নিশ্চিত করেছে।

আহতদের উন্নত চিকিৎসার জন্য আজ রাতেই সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল ঢাকায় আসছে। তারা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে বিদেশে চিকিৎসার সুপারিশ করলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

এক সংবাদ সম্মেলনে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, “ঘটনাটি নিয়ে লুকানোর কিছু নেই। পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটিকে জনবসতিহীন জায়গায় নামাতে এবং এতে নিজের জীবন উৎসর্গ করেছেন।”

তিনি আরও বলেন, “সামাজিক মাধ্যমের গুজবে কান দেবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নিহতদের দাফনের জন্য উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থান নির্ধারণ করা হয়েছে এবং সেখানে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

সূত্রঃ প্রেস উইং

এম.কে
২২ জুলাই ২০২৫

আরো পড়ুন

ট্রাম্পের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎঃ নওফেল

ফুঁসছে বাংলাদেশ, তীব্র চালেঞ্জের মুখে শেখ হাসিনা

ভারতকে এক দিন আগেই জানানো হয়েছিল, শেখ হাসিনার সময় শেষ

নিউজ ডেস্ক