20.8 C
London
August 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের ৫৩ বছরে মার্চের উষ্ণতম দিন

যুক্তরাজ্যের মেট অফিস জানিয়েছে, মঙ্গলবার (৩০ মার্চ) ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্য দিয়ে ৫৩ বছরের মধ্যে উষ্ণতম মার্চের দিন রেকর্ড করা হয়েছে।

 

বিজ্ঞানীরা বলছেন, বিশ্বে তাপমাত্রা যে অভূতপূর্ব হারে বাড়ছে, তারই উদাহরণ এটি।

 

লন্ডনের সেন্ট জেমস পার্কে দুপুরে তাপমাত্রার পৌঁছেছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াসে, যা যুক্তরাজ্যের সর্বকালের সবচেয়ে উষ্ণতম মার্চের তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে সামান্য কম।

 

লন্ডনের কিছু অংশে বুধবার (৩১ মার্চ) তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলে জানায় মেট অফিস।

 

আবহাওয়াবিদ স্টিভ রামসডেল বলেন, মার্চ মাসের শেষে বেশ কয়েকদিন উল্লেখযোগ্য ভাবে আবহাওয়া উষ্ণ থাকবে।

 

পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহ জুড়ে ইংল্যান্ড এবং ওয়েলসের আবহাওয়া রৌদ্রজ্জ্বল থাকলেও স্কটল্যান্ডের কিছু অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সূত্র: ইন্ডিপেনডেন্ট
৩০ মার্চ ২০২১
এসএফ

আরো পড়ুন

প্রিন্স ফিলিপের কিছু বিতর্কিত মন্তব্য

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে প্রতিবন্ধী, বেকার ও গৃহহীনদের ভোটাধিকার চায় ইলেক্টোরাল কমিশন

গত নভেম্বরে যুক্তরাজ্যে ধর্মঘটের কারণে নষ্ট হয়েছে সাড়ে চার লাখ কর্মদিবস