TV3 BANGLA
বাংলাদেশ

৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আল্টিমেটাম দিল পুসাব

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এলিয়্যান্স অব বাংলাদেশ (পুসাব) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবি ঘোষণা করেছে। সংগঠনটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

ঘোষণায় পুসাব আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ‘সীমাহীন ক্ষমা অযোগ্য ব্যর্থতা’র অভিযোগ এনে তাদের পদত্যাগ দাবি করেছে। সংগঠনটির মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার দায় এই দুই উপদেষ্টাকে নিতে হবে।

জাতীয় নিরাপত্তা ইস্যুতেও কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটি। অব্যাহত ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।

পুসাবের ঘোষণায় আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গও উঠে এসেছে। ভারতে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেওয়ার অভিযোগ এনে এবং সেখানে অবস্থানরত সন্ত্রাসীদের ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।

এছাড়া হত্যাচেষ্টার ঘটনায় জড়িত মূল হোতাসহ দেশে অবস্থানরত আওয়ামী লীগের সব পর্যায়ের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার, জামিন বন্ধ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসীদের জামিন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পুলিশ সদস্য, আইনজীবী ও বিচারকদের দ্রুত অপসারণের আহ্বান জানিয়েছে পুসাব।

সংগঠনটি তাদের ঘোষণায় স্পষ্ট করেছে, উত্থাপিত পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ ঘোষণার পর শিক্ষার্থী ও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি বদলে দিতে পারে বাংলাদেশ-চীন রেল যোগাযোগ পরিকল্পনা

চলছে সংসদ ভবনে উচ্চকক্ষ-নিম্নকক্ষ তৈরির প্রস্তুতি