জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে লন্ডনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ১৯৭১ সালের ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পড়ে একপর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন তিনি। অনলাইনভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম পলিটিকো-এর সাংবাদিক তানভির আহমেদের প্রশ্নে দৃশ্যত বিব্রতবোধ করেন জামায়াত আমির।
সাংবাদিক তানভির আহমেদ প্রশ্ন রাখেন, ১৯৭১ সালের ভূমিকার জন্য ডা. শফিকুর রহমান নিজে লজ্জিত কি না। এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, একই বিষয়ে তিনি বারবার কথা বলতে চান না এবং এ নিয়ে অতীতে বহুবার বক্তব্য দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কোনো বৈঠক হয়েছে কি না—এমন প্রশ্ন করা হলে জামায়াতে ইসলামীর আমির তা নাকচ করে দেন। তিনি বলেন, তার এ ধরনের কোনো সময় ছিল না এবং এমন কোনো বৈঠকের পরিকল্পনাও করা হয়নি।
এ সময় হলুদ সাংবাদিকতা ও ‘টুইস্টেড নিউজ’-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অন্যের বক্তব্যকে তার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা অনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত। সাংবাদিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।
তবে ১৯৭১ সালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই জামায়াত আমিরের উত্তেজিত প্রতিক্রিয়া সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার প্রবণতা জামায়াতের অবস্থানকে আরও বিতর্কিত করছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

