19.4 C
London
August 27, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

৭ মাস পর জানা গেল টেমস নদীতে ঝাঁপ দেওয়া কিশোর জাহেদের ‘মৃত্যুরহস্য’

সাত মাস পর উদঘাটন হলো আলোচিত ১৩ বছর বয়সী কিশোর জাহেদ আলীর টেমস নদীতে ডুবে মৃত্যুর কারণ!

 

চলতি বছরের ২০ এপ্রিল টেমস নদীতে ডুবে মৃত্যু হয় জাহেদ আলীর। তার স্কুল ব্যাগ দেখে চিহ্নিত করে ৮ দিন পর উদ্ধার হয় তার মরদেহ। স্কুল বাস থেকে নামার কয়েক মিনিটের মধ্যে জলে ডুবে মারা যাওয়ায় এ মৃত্যু নিয়ে প্রচুর সমালোচনা সৃষ্টি হয়। মঙ্গলবার (২৩ নভেম্বর) লন্ডনের আভ্যন্তরীণ আদালতে এ তদন্তের শুনানি হয়। জানা যায়, আত্মহত্যার উদ্দেশ্যেই টেমসে ঝাঁপ দিয়েছিলো কিশোর জাহেদ।

 

দক্ষিণ লন্ডনের এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেলের আর্ক গ্লোব একাডেমির ক্লাস ফোরের ছাত্র জাহেদ বাসে এক বন্ধুর সাথে ভ্রমণ করছিল। কিন্তু অতিক্রমের আগে সে একটি স্টপে তাড়াতাড়ি নেমে যায়।

 

তদন্তের প্রমাণ অনুসারে, পথচারীরা জলে লাইফবয় ছুঁড়েছিলেন যেন জাহেদ তা ধরে উঠে আসতে পারে। এটি দেখতে পেয়ে অন্যরা জাহেদকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। এর ৮ দিন পর টেমস থেকে তার মরদেহ উদ্ধার হয়।

 

২৬ নভেম্বর ২০২১
এনএইচ

 

আরো পড়ুন

যুক্তরাজ্যে রাচেল রিভসের বাজেটঃ আশ্রয় হোটেল বন্ধের ঘোষণা, শিশুদের জন্য নতুন আশা

অভিবাসীদের নিয়ে ঋষি সুনাকের বক্তব্যে তোলপাড়

স্বপরিবারে মার্কিন নিষেধাজ্ঞার কবলে কলম্বিয়ার সাবেক জেনারেল