হজযাত্রী নিবন্ধনের সময় দফায় দফায় বাড়িয়েও চলতি বছর কোটা পূরণে ৬ হাজার ৭০৭ জনের ঘাটতি থেকে গেল। সর্বশেষ গতকাল মঙ্গলবার হজ করতে আগ্রহীদের নিবন্ধনের জন্য এক দিনের বিশেষ সুযোগ দিয়েছিল সরকার, এদিন তাতে মাত্র ৭৯৬ জন নিবন্ধন করেন।
নিবন্ধনের সময় আটবার বৃদ্ধির পর হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) অনুরোধে গতকাল মঙ্গলবার এক দিনের জন্য নিবন্ধন সার্ভার খুলে দেওয়া হয়। এই এক দিনে সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নিবন্ধন করেছেন ৩৯ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭৫৭ জন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বাকি এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন।
কিন্তু আটবার সময় বৃদ্ধি এবং এক দিনের বিশেষ সুযোগের পর সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ১০ হাজার ৭৪ জন। তাতে কোটা পূরণে বাকি ৪ হাজার ৯২৬ জন।
আর বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নিবন্ধন করেছেন এক লাখ ১০ হাজার ৪১৭ জন; কোটা পূরণে বাকি এক হাজার ৭৮১ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে সম্পাদিত চুক্তি মতে এ বছর সর্বমোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন।