2.8 C
London
January 18, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

৯ বছর পর ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে যাচ্ছেন

২০১৫ সালে তৎকালীন পররাষ্ট্রমনস্ত্রী সুষমা স্বরাজের পর গত ৯ বছরের মধ্যে এটিই ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে অংশ নিতে চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন।

আগামী ১৫ ও ১৬ অক্টোবর ইসলামাবাদে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০১৫ সালে তৎকালীন পররাষ্ট্রমনস্ত্রী সুষমা স্বরাজের পর গত ৯ বছরের মধ্যে এটিই ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর।

রণধীর জয়সওয়াল বলেন, ‘পাকিস্তানে অনুষ্ঠেয় এসসিও সম্মেলনে যোগ দেবে ভারতীয় প্রতিনিধি দল। সে দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

জয়শঙ্করের এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানের সমালোচনা করেছিলেন তিনি। এর এক মাসের মাথায় তিনি পাকিস্তান সফরে যাচ্ছেন। এ সফরকে নয়াদিল্লির পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

গত আগস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এসসিও সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গত ৩০ আগস্ট পাকিস্তান থেকে একটি আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভারত। যাতে ভারতকে এসসিও কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্টের বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।

এম.কে
০৫ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

ফক্স নিউজের পূর্বাভাস, ট্রাম্প ২৩২ কমলা ২১৬

টকশোতে পাকিস্তানি দুই নেতার মারামারি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম

শেনজেন ভিসার মতো সৌদি-আমিরাতের ভিসায় কয়েক দেশে ভ্রমণের সুযোগ