4 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

অক্টোবরের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন ডলার

২০২৪-২৫ অর্থবছরে অক্টোবরের প্রথম পাঁচ দিনে প্রবাসী বাংলাদেশীরা প্রায় ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন।

গত বছর একই সময়ে ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে প্রেরিত অর্থ এসেছে ১২৩ দশমিক ০৪ মিলিয়ন, প্রাইভেট ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ৩০০ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।

জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা প্রায় ছয় হাজার ৯৬৭ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ৫ হাজার ২৩২ মিলিয়ন মার্কিন ডলার।

সূত্রঃ বাসস

এম.কে
০৭ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

প্রধান উপদেষ্টার বাসভবনে সেনাবাহিনী জড়ো হয়নি, বিষয়টি গুজব

রাজনৈতিক দলগুলো যদি বলে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবোঃ ড. ইউনুস

পাচার করা অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা