অক্সফোর্ড ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট মুসা হাররাজ অনাস্থা প্রস্তাবে টিকে গেছেন। শুক্রবার শতাব্দী-প্রাচীন এই বিতর্কসভা জানিয়েছে, প্রায় ৬৫ শতাংশ সদস্য ভোট দিয়ে তাকে সমর্থন করেছেন।
এই ভোট আসে মাত্র তিন দিন পর, যখন প্রেসিডেন্ট-ইলেক্ট জর্জ আবরাওনেকে পদ থেকে অপসারণ করা হয়েছিল তার বিতর্কিত মন্তব্যের কারণে। আবরাওনের মন্তব্য ছিল মার্কিন ডানপন্থী রাজনীতিবিদ চার্লি কার্কের মৃত্যু নিয়ে।
আবরাওনে অভিযোগ করেছেন, ভোট “পরীক্ষাহীন ও ত্রুটিপূর্ণ” নিয়মে পরিচালিত হয়েছে এবং ভোট সংগ্রহকারী ইমেল অ্যাকাউন্টে “অনিয়ন্ত্রিত প্রবেশাধিকার” ছিল কিছু ব্যক্তির হাতে। অক্সফোর্ড ইউনিয়ন এই অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে ১,২৮৮টি ব্যালটের মধ্যে ৮২৯টি ভোট হাররাজের পক্ষে পড়ে। হাররাজ ভোটকে “পরিকল্পিত রাজনৈতিক প্রতিশোধ” বলে অভিহিত করেছেন। অন্যদিকে, আবরাওনে অভিযোগ করেছেন, বর্তমান প্রেসিডেন্ট তাকে মিথ্যা অভিযোগ দিয়ে দোষারোপ করছেন।
এই সপ্তাহের শুরুতে আবরাওনে নিজেই অনাস্থা ভোটে পরাজিত হন। রিটার্নিং অফিসারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১,২২৮টি ভোট পক্ষে এবং ৫০১টি ভোট বিপক্ষে পড়ে। এই ফলাফলের ভিত্তিতে তাকে পদত্যাগী হিসেবে গণ্য করা হয়।
আবরাওনে জানিয়েছেন, অভিযোগ শৃঙ্খলা কমিটিতে পাঠানো হয়েছে এবং এই প্রক্রিয়ার সমাধান না হওয়া পর্যন্ত তিনি প্রেসিডেন্ট-ইলেক্ট হিসেবেই থাকবেন। রিটার্নিং অফিসারও উল্লেখ করেছেন, অভিযোগ থাকলে ফলাফল অপেক্ষমাণ থাকবে।
সূত্রঃ বিবিসি
এম.কে

