22.5 C
London
July 17, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

অতিরিক্ত ভাড়ার অভিযোগ প্রাপ্ত হলে গ্রেপ্তার করা হবেঃ উপদেষ্টা

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হবে এবং ওই বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যেসব সড়কে সমস্যা ছিল, তা সংস্কার করা হয়েছে। বাকি কাজগুলোও শিগগিরই সম্পন্ন হবে। এসব কথা আজ মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন তিনি। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার সঙ্গে ছিলেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ঈদের সময়ে ছিনতাইয়ের ঘটনা বাড়ে। এ ধরনের ঘটনার প্রতিরোধে ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনের সহযোগিতায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এসব ক্যামেরার সংখ্যা আরও বাড়ানো হবে।

সায়েদাবাদ বাস টার্মিনাল সম্পর্কে তিনি বলেন, এখানে পরিবেশ কিছুটা বিশৃঙ্খল। বাসগুলো রাস্তা থেকে যাত্রী ওঠাচ্ছে, যা যানজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে রাস্তা থেকে যাত্রী ওঠানো না হয়।

পরিদর্শনকালে উপদেষ্টারা সায়েদাবাদ বাস টার্মিনালে সিসিটিভি ক্যামেরা এবং টিকিট বিক্রির কার্যক্রমও পরিদর্শন করেন এবং সমস্যা সমাধানে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।

এম.কে
২৬ মার্চ ২০২৫

আরো পড়ুন

অধ্যাদেশ জারি, এনবিআর ভেঙে হলো দুই বিভাগ

আফ্রিকার ইব্রাহিম ত্রাউরের যাত্রা ও বাংলাদেশের তরুণ নেতৃত্বের সংকট

করোনা যেভাবে মানুষকে ১০ ভাগে বিভক্ত করেছে!

অনলাইন ডেস্ক