অতি-ডানপন্থার উত্থান ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রভাবশালী মুসলিম নেতা ও স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ। যুক্তরাষ্ট্র সফরকালে মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল (Muslim Public Affairs Council) ও অন্যান্য অংশীদার সংগঠনের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, চরম ডানপন্থার বিপজ্জনক উত্থান এখন সীমান্ত পেরিয়ে বৈশ্বিক হুমকিতে রূপ নিয়েছে।
হামজা ইউসুফ বলেন, “আটলান্টিকের এক পাশে যা ঘটে, তা সেখানে সীমাবদ্ধ থাকে না। অতি-ডানপন্থিরা এখন দেশ ও মহাদেশ পেরিয়ে বার্তা, কৌশল ও অর্থায়ন ভাগাভাগি করছে।” তিনি সতর্ক করে দেন, ঘৃণার রাজনীতি আর এক দেশের ভেতরে সীমাবদ্ধ নয়—এটি একটি আন্তঃদেশীয় আন্দোলন, যা গণতন্ত্র, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির জন্য সরাসরি হুমকি।
উদাহরণ হিসেবে ইউসুফ টমি রবিনসনের নাম উল্লেখ করে বলেন, যুক্তরাজ্যের এই ডানপন্থী নেতা এখন এমন বক্তব্য দিচ্ছেন যা যুক্তরাষ্ট্রের কঠোর ডানপন্থী চরমপন্থীদের কথার সঙ্গে হুবহু মিলে যায়। “তাদের ঘৃণার ভাষা মুহূর্তেই মহাসাগর পেরিয়ে যায়,” তিনি বলেন, “এবং ঠিক সেই কারণেই আমাদের প্রতিক্রিয়াও সমন্বিত ও দ্রুত হতে হবে।”
তিনি আরও বলেন, “যদি অতি-ডানপন্থিরা বৈশ্বিকভাবে সংগঠিত হতে পারে, তবে আমরাও—যারা বৈচিত্র্য, সমতা ও অগ্রগতিতে বিশ্বাস করি—আমাদেরও বিশ্বজুড়ে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ২১শ শতকে পিছিয়ে যেতে পারি না।”
হামজা ইউসুফের এই বক্তব্যে সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উঠে আসে। তিনি জোর দিয়ে বলেন, অতি-ডানপন্থার বিরুদ্ধে লড়াই কেবল রাজনৈতিক নয়, এটি মানবতার ভবিষ্যৎ রক্ষার লড়াই।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

