TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অনলাইনে আত্মহত্যায় সহায়তার অভিযোগে যুক্তরাজ্যে প্রথম মামলায় ১৪ বছরের কারাদণ্ড

অনলাইনে আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে প্রাণঘাতী একটি রাসায়নিক বিক্রি করার দায়ে যুক্তরাজ্যে প্রথমবারের মতো দোষী সাব্যস্ত হয়ে ১৪ বছরের কারাদণ্ড পেয়েছেন ৩৩ বছর বয়সী মাইলস ক্রস। বুধবার মোল্ড ক্রাউন কোর্টে দেওয়া রায়ে আদালত ঘটনাটিকে বিরল ও অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছে।

 

রাষ্ট্রপক্ষ জানায়, ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে একটি অনলাইন আত্মহত্যা ফোরামে বেনামে সক্রিয় থেকে ক্রস চারজনের কাছে ওই রাসায়নিক পাঠান এবং প্রতিটি লেনদেনের জন্য ১০০ পাউন্ড নেন। ভুক্তভোগীদের মধ্যে দুজন পরবর্তীতে প্রাণ হারান। অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীদের কোনো ব্যক্তিগত পরিচয় ছিল না—এ বিষয়টিকে আদালত গুরুতর মাত্রার বাড়তি অপরাধ হিসেবে বিবেচনা করেছে।

বিচারক রোল্যান্ডস উত্তর ওয়েলস পুলিশের তদন্তের প্রশংসা করেন। তদন্তে অফকমের সহায়তায় সংশ্লিষ্ট ফোরামে যুক্তরাজ্য থেকে প্রবেশাধিকার বন্ধ করা হয় এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি, এনএইচএস ও সামারিটানস দাতব্য সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করা হয়। আদালত বলেন, অনলাইনে দুর্বল মানুষদের লক্ষ্য করে এমন কর্মকাণ্ড সমাজের জন্য বড় হুমকি।

পুলিশ জানায়, অভিযুক্ত জুয়া, মদ্যপান ও ঘুমের ওষুধ ব্যবহারের সমস্যায় ভুগছিলেন এবং মানসিক অবনতির প্রেক্ষাপটে আত্মহত্যার পদ্ধতি নিয়ে গবেষণার উদ্দেশ্যে ফোরামে যোগ দেন। ২০২৪ সালের জুলাইয়ে তিনি রাসায়নিকের ছবি ও একটি বার্তা পোস্ট করেন এবং অর্ডার ও অর্থ পরিশোধের জন্য একটি কিউআর কোড যুক্ত করেন।

২০২৫ সালের জানুয়ারিতে অভিযান চালিয়ে ক্রসকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে রাসায়নিক উদ্ধার করা হয় এবং ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে ফোরাম, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ও ব্যাংক হিসাবের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। গত বছরের নভেম্বরে তিনি আত্মহত্যায় উৎসাহ বা সহায়তা করার ক্ষমতাসম্পন্ন কাজ ইচ্ছাকৃতভাবে করার চারটি অভিযোগে দোষ স্বীকার করেন।

রিপোর্টিং সীমাবদ্ধতার কারণে কেবল একজন ভুক্তভোগীর নাম প্রকাশ করা হয়েছে—লিডসের ২৯ বছর বয়সী শুভ্রীত সিং। তার বাসা থেকে অভিযুক্তের ফেরত ঠিকানাসহ একটি প্যাকেট ও দুজনের মধ্যে আদান-প্রদানের বার্তা উদ্ধার করা হয়, যা মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।

আত্মহত্যা প্রতিরোধে কাজ করা মলি রোজ ফাউন্ডেশনের তথ্যমতে, সংশ্লিষ্ট বিষাক্ত পদার্থটি যুক্তরাজ্যে অন্তত ১৩৩টি মৃত্যুর সঙ্গে যুক্ত। বেঁচে যাওয়া ভুক্তভোগীদের একজন বলেন, মামলাটি যেন ঝুঁকিপূর্ণ মানুষদের পেশাদার সহায়তা নিতে উৎসাহিত করে এবং অনলাইন শিকারিদের বিষয়ে সচেতনতা বাড়ায়।

রায়ের পর উত্তর ওয়েলস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, এই সাজা অনলাইনে দুর্বল মানুষদের শোষণের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে। তাদের মতে, সহায়তার পথে পথনির্দেশ দেওয়ার বদলে যারা দুর্বলতার সুযোগ নেয়, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ অব্যাহত থাকবে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

বরিস জনসনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যের ‘সবচেয়ে সুন্দর’ রেস্তোরাঁ, এবার দ্বিতীয় শাখা খুলতে যাচ্ছে

নিউজ ডেস্ক

ক্ষমতা হারানোর শঙ্কায় লিজ ট্রাস

অনলাইন ডেস্ক