TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অনলাইনে কিশোরীদের ফাঁদে ফেলার অভিযোগে যুক্তরাজ্যের কোভেন্ট্রিতে ভারতীয় ছাত্র গ্রেপ্তার

যুক্তরাজ্যের কোভেন্ট্রি শহরে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অনলাইনে গ্রুমিংয়ের অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম গুরীত জিতেশ, যিনি গত রাতে পুলিশের হেফাজতে নেওয়া হন।

 

পুলিশ জানায়, গুরীত জিতেশ অনলাইনে একাধিক অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে অনুপযুক্ত যোগাযোগ স্থাপন করেন এবং তাদের সঙ্গে সরাসরি দেখা করার চেষ্টা করেন—এমন অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার আগে একটি ভিজিলান্টে বা স্বেচ্ছাসেবী নজরদারি গোষ্ঠী অভিযুক্তের কার্যকলাপ শনাক্ত করে এবং তাকে মুখোমুখি করে। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গুরীত জিতেশ প্রায় ১২ সপ্তাহ আগে শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করেন। তিনি কোভেন্ট্রিতে একটি শিক্ষার্থী আবাসনে বসবাস করছিলেন এবং সেখানে থেকেই অনলাইন কার্যক্রম চালাচ্ছিলেন বলে অভিযোগ।

গ্রেপ্তারের পর তাকে ওই শিক্ষার্থী আবাসন থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে ডিজিটাল ডিভাইস ও যোগাযোগের তথ্য পরীক্ষা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ হলে অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনাটি কোভেন্ট্রি শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং অনলাইনে শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

বাড়ি ভাড়ার চেয়েও বেশি বিদ্যুৎ বিল, বাধ্য হয়ে মোমবাতি!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ILR বাতিলের পরিকল্পনা ‘অমানবিক’: শাবানা মাহমুদের অভিবাসন সংস্কারের বার্তা

অভিবাসীদের জন্য রুয়ান্ডা নিরাপদ, আদালতে যুক্তরাজ্য সরকার