কোনো রকম সম্পর্ক ছাড়াই সন্তান পেতে চেয়েছিলেন ৩৩ বছরের ব্রিটিশ নাগরিক স্টেফানি টেলর। স্টেফনি শুক্রাণু কিনেছেন ইন্টারনেট থেকে।
ইউটিউব দেখে সেই শুক্রাণু গর্ভে প্রবেশ করানোর পদ্ধতি শিখেছেন। শেষে ই-বে থেকে কিনেছেন প্রজনন প্রক্রিয়ার দরকারি জিনিসপত্র। এর দশ মাস পরে জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তানের। কন্যার নাম রেখেছেন ইডেন।
ব্রিটিশ এই নারীর এমন কাণ্ড প্রকাশ্যে আসতেই হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অনলাইনে কেনা সব জিনিসের মতোই, অনলাইনে কেনা শুক্রাণু থেকে হওয়া শিশুটিকে ‘ই-বেবি’ নাম দিয়েছেন তারা।
জানা গেছে,৩৩ বছর বয়সী ওই নারী ইংল্যান্ডের তিসাইডের নুনথ্রোপের বাসিন্দা স্টেফানি টেলর নামে এক নারী দ্বিতীয় সন্তানের জন্ম দিতে মরিয়া ছিলেন। কিন্তু তিনি কোনো পুরুষ সঙ্গ চাননি। তাই অনলাইনে শুক্রাণু কিনে নেন। ইউটিউব দেখে সেই শুক্রাণু গর্ভে স্থাপনের পদ্ধতি রপ্ত করেন। শেষে ই-বে থেকে কেনেন প্রজনন প্রক্রিয়ার প্রয়োজনীয় সব জিনিস। এরপর নিজে নিজেই সেই শুক্রাণু গর্ভে স্থাপন করেন।
স্টেফানি টেলরের যুক্তি অনলাইনে যখন সব কিছুই হচ্ছে, তখন সন্তান ধারণেই সমস্যা কোথায়? ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, স্টেফনি বারে বারে ইউটিউব চ্যানেলের নানা ভিডিও দেখেছেন। তারপরেই নিজের গর্ভে শুক্রাণু প্রতিস্থাপন করেছেন। তাতেই এসেছে সাফল্য। স্টেফনি সন্তানের নাম দিয়েছেন ইডেন।
স্টেফনি জানিয়েছেন, প্রথমে এ ব্যাপারে তার বাড়ির কয়েক জন সদস্য রাজি না হলেও ইডেনের জন্মের পর তারা খুশি। সম্পূর্ণ নিজের চেষ্টায় সন্তানের জন্ম দিতে পেরে স্টেফনিও গর্ববোধ করছেন বলে জানিয়েছেন।
২১ সেপ্টেম্বর ২০২১
নিউজ ডেস্ক