আগামীকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। শনিবার রোমে অনিয়মিত অভিবাসন মোকাবিলা নিয়ে দুই পক্ষের আলোচনায় বসার কথা। এই ইস্যুতে দুই দেশের একযোগে কাজ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সুনাকের মুখপাত্র৷
মেলোনির অফিস বুধবার জানিয়েছে,ইটালির প্রধানমন্ত্রী ডানপন্থি দল আয়োজিত রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে রোমে আসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক৷ অন্যান্য রাজনীতিবিদদের মধ্যে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এবং স্প্যানিশ ডানপন্থি নেতা সান্তিয়াগো আবাসকালের সেখানে উপস্থিত থাকার কথা৷
বৃহস্পতিবার সুনাকের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী শনিবার রোমে যাবেন৷ ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে৷ অনিয়মিত অভিবাসন মোকাবিলায় যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন তারা৷
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ায় কিগালির সঙ্গে পুনরায় চুক্তি করেছে লন্ডন৷
প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘‘ব্রিটিশ জনগণেরই সিদ্ধান্ত নেয়া উচিত আমাদের দেশে কারা আসবে। কোনো অপরাধী দল অথবা বিদেশি আদালত এ সিদ্ধান্ত দিতে পারে না৷ নতুন বিল এই নিশ্চয়তা দেবে৷ আমরা এটাকে আইনি রূপ দিতে চেষ্টা করব, যাতে রুয়ান্ডায় ফ্লাইট শুরু করে ছোটো নৌকায় যাতায়াত করা বন্ধ করা যায়৷’’
সুনাকের মুখপাত্র বলেন, ‘‘এর আগে জি৭-এ ইউরোপের অভিবাসনের প্রতিবন্ধকতার দিকগুলো নিয়ে তারা কথা বলেছেন৷ বিশেষ করে বেআইনি অভিবাসন ঠেকানো দুই দেশের কাছেই চ্যালেঞ্জিং। এগুলো নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে জরুরি আলোচনা হতে পারে৷’’
সুনাকের মুখপাত্র জানান, ‘‘ইউরোপের কয়েকটি দেশের মধ্যে ইটালি হলো একটি, যারা অন্য কোনো দেশের সঙ্গে এই ইস্যুতে অংশীদারত্ব চায়। যেমন আমরা রুয়ান্ডার সঙ্গে করছি৷’’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বৃহস্পতিবার বলেছেন, তিনি রুয়ান্ডায় অভিবাসীদের পাঠানোর বিতর্কিত পরিকল্পনাকে আরো কঠোর করতে চান৷ যার ফলে রক্ষণশীল দলে মতপার্থক্য দেখা দিয়েছে৷
মঙ্গলবার ১২ ডিসেম্বর সন্ধ্যায় রুয়ান্ডা চুক্তি নিয়ে ভোটাভুটি হয় ব্রিটিশ হাউজ অব কমন্সে৷ চুক্তির পক্ষে ভোট দেন ৩১৩ জন সংসদ সদস্য এবং বিপক্ষে মত দেন ২৬৯ জন৷
ভোটাভুটির আগে সংসদে প্রায় সাত ঘণ্টা বিতর্ক চলে৷ তবে এই বিল বাস্তবায়ন হতে অনেক সময় লাগবে৷
সুনাক সাংবাদিকদের বলেন, “আমি ধারাবাহিকভাবে স্পষ্ট কথা বলেছি, বাকি মন্ত্রীরাও যা বলেছেন৷ যদি এমন কোনো উপায় থাকে, যাতে আইনটি আরো উন্নত করা যেতে পারে, তাহলে সম্মানজনক আইনি যুক্তির মাধ্যমে এবং প্রকল্পে রুয়ান্ডানদের রেখে আরো ভালোভাবে তা করা যেতে পারে। অবশ্যই আমরা এতে রাজি৷’’
সূত্রঃ রয়টার্স,এএফপি
এম.কে
১৫ ডিসেম্বর ২০২৩