6.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারকে আ.লীগ নেতা হানিফের অভিনন্দন

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের নামের আইডি থেকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানান তিনি।

মাহবুব-উল আলম হানিফ লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি-ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

মাহবুব-উল আলম হানিফ কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪, ২০১৮ ও ২০২৪ টানা তিন বার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

২০০৯ সালে আওয়ামী লীগের ১৮তম কাউন্সিলের মাধ্যমে প্রথমবারের মতো তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ লাভ করেন। পরবর্তীতে ২০১২, ২০১৬, ২০১৯ ও ২০২৩ সালে অনুষ্ঠিত ১৯, ২০, ২১ ও ২২তম কাউন্সিলেও তাকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। বর্তমানে তিনি এই দায়িত্ব পালন করছেন।

এম.কে
১১ আগস্ট ২০২৪

আরো পড়ুন

আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

শেয়ার কারসাজির কারণে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

২১ বাংলাদেশিকে ফেরত পাঠাল ফ্রান্স, কমিউনিটিতে ক্ষোভ