3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিলেই হাসিনা দেশে ফিরবেনঃ সজীব ওয়াজেদ জয়

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ঘোষণা করলেই দেশে ফিরবেন শেখ হাসিনা। এমনটিই জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। যদিও এর আগে জয় বলেছিলেন- হাসিনা আর কখনই রাজনীতি করবেন না। এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, দীর্ঘ ১৫ বছর টানা ক্ষমতায় থাকার পর গত ৫ই আগস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশটির জনগণ।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন একপর্যায়ে হাসিনার পদত্যাগের আন্দোলনে পরিণত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ দিয়ে সেনা নামানোর পরেও আন্দোলন দমাতে পারেননি ৭৬ বছর বয়সের সাবেক ওই প্রধানমন্ত্রী। গত সোমবার তার পদত্যাগের দাবিতে ঢাকার রাস্তায় লাখ লাখ মানুষের ঢল নামে। এমন পরিস্থিতিতে একপর্যায়ে বাংলাদেশের সেনাবাহিনী হাসিনার পক্ষে সমর্থন প্রত্যাখ্যান করলে তিনি পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। এরপর হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছিলেন- হাসিনা আর কখনই রাজনীতিতে আসবেন না।

কিন্তু ওই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই তিনি নতুন তথ্য দিলেন। তিনি বলেছেন, হাসিনা এখন ভারতে আছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে জয় বলেন, হাসিনা এই টার্ম শেষ হলেই রাজনীতি থেকে অবসরে যেতেন।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে
১০ আগস্ট ২০২৪

আরো পড়ুন

আকবর গ্রেফতারের ভুয়া খবর প্রচার, জনমনে বিভ্রান্তি

অনলাইন ডেস্ক

১ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

১৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া, দিনক্ষণ চূড়ান্ত