4 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২১ গাড়ি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য ২১টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) এসব গাড়ি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা হয়েছে।

জানা গেছে, এই ২১টি গাড়ি আজ বিকেলের মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের বাসভবনে পাঠানো হবে। এসব গাড়িতে চড়েই তারা বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য যাবেন।

এর মধ্যে একটি বিএমডব্লিউ রয়েছে। বিএমডব্লিউ গাড়িটি প্রধান উপদেষ্টার জন্য বরাদ্ধ।

বৃহস্পতিবাররাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করানোর কথা রয়েছে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রস্তাবে সম্মতি দেন।

এম.কে
০৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

ভিসার মেয়াদ নিয়ে চিন্তার কোনো কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভারত ছাড়ছেন শেখ হাসিনা, গন্তব্য কি মধ্যপ্রাচ্যে?

সফরের এক ঘণ্টা কোথায় ছিলেন বিক্রম মিশ্রি!