21 C
London
July 14, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ চালিয়ে যেতে চায়ঃ প্রণয় ভার্মা

অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ চালিয়ে যেতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার। পরে সাংবা‌দিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

হাইকমিশনার বলেন, আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। কোনো এজেন্ডা ছিল না। দুই দে‌শের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বিদেশি কূটনীতিক মন্ত্রণালয়ে আসেন। প্রায় ঘণ্টাখানেক চলে বৈঠক। তবে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে করা প্রশ্নের জবাব দেন‌নি প্রণয় ভার্মা।

এম.কে
১৪ আগস্ট ২০২৪

আরো পড়ুন

হজ যাত্রায় বাংলাদেশের জন্য বড় সুখবর দিলো সৌদি আরব

বাংলাদেশে আসছে বিদেশের আদলে ফোনের সাথে কন্ট্রাক্ট সিম

ড. ইউনুস ৩০ জুনের পর একদিনও থাকবেন নাঃ প্রেস সচিব