TV3 BANGLA
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকার গঠনে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়েছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার ৯ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়েছেন।

রেজিস্ট্রার জেনারেল আরও জানান, মতামত পাওয়ার পর রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করেন এবং গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান।

তিনি বলেন, রাষ্ট্রপতির মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রেফারেন্স পাঠানোর পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালতের বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।

বেঞ্চের অপর ছয় বিচারপতি হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া বলেন, আপিল বিভাগের মতামতের ছিল, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠন করতে পারেন, কারণ এখন সংসদ নেই এবং প্রধানমন্ত্রী ইতোমধ্যে পদত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে এ মতামত দেন।

এম.কে
১০ আগস্ট ২০২৪

আরো পড়ুন

রিফাত হত্যায় স্ত্রী মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সিলেটের গোয়াইনঘাট, প্লাবিত ৭০ শতাংশ এলাকা

পিলখানা হত্যাকান্ডঃ ভারতীয় এজেন্টদের রক্ষায় কতিপয় উপদেষ্টার জড়িত থাকার অভিযোগ