শৈশবের তীব্র দারিদ্র্য আর জীবনের কঠিন বাস্তবতা পেরিয়ে ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং আজ বিলাসী জীবনের অধিকারী। একসময় অন্যের বাড়ির বাসি খাবার খেয়ে দিন কাটানো এই শিল্পীর বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৩০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা)।
মাত্র দুই বছর বয়সে বাবাকে হারানোর পর ভারতীর পরিবার অভাবের বোঝায় নুয়ে পড়ে। ভাইবোনরা পড়াশোনা ছেড়ে কম্বলের কারখানায় কাজ শুরু করেন। সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন তার মা, যিনি অন্যের বাড়িতে শৌচাগার পরিষ্কার ও রান্নাবান্নার কাজ করতেন। পরিবারের খাবারের যোগান আসত মূলত সেইসব বাড়ি থেকে পাওয়া অবশিষ্ট খাবার থেকে। উৎসবের দিনগুলো তাদের কাছে ছিল আনন্দের নয়, বরং কষ্টের প্রতীক।
ভারতীর জীবনের মোড় ঘুরে যায় কলেজজীবনে, যখন পাঞ্জাবের থিয়েটার ও কমেডি শোতে তার প্রতিভা নজরে আসে। ‘কমেডি সার্কাস’-এর অডিশনে সুযোগ পেয়ে তিনি প্রথমবার মায়ের সঙ্গে বিমানে চড়ে মুম্বাই যান। সেখানেই ‘লালি’ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।
পরবর্তীতে তিনি শুধু কমেডিতেই নয়, উপস্থাপনাতেও সমান সাফল্য পান। ‘ঝলক দিখলা যা ৫’, ‘ডান্স দিওয়ানে’, ‘হুনরবাজ’ এবং ‘লাফটার শেফস’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শকদের মন জয় করেন। বর্তমানে তিনি নিজস্ব ইউটিউব চ্যানেলও পরিচালনা করছেন।
টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, ভারতীর সংগ্রহে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি ও মুম্বাইয়ের একটি ফ্ল্যাট, যার মূল্য প্রায় ছয় কোটি রুপি। একসময় চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করা ভারতী সিংয়ের সাফল্যের গল্প প্রমাণ করে, স্বপ্ন আর অধ্যবসায় থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া
এম.কে
১৩ আগস্ট ২০২৫