3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

অবশেষে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়লেন লিয়াকত আলী লাকী

এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের চেয়ারে ছিলেন লিয়াকত আলী লাকী। অবশেষে তিনি পদ ছাড়লেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ হোয়াটস অ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। লাকীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ।

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে লাকীর পদত্যাগের বিষয়ে সালাহউদ্দিন আহাম্মদ বলেন, ‘আজ সকালে মন্ত্রণালয়ে আসার পর জানতে পেরেছি মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন। তিনি হোয়াটস অ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন।’

এর আগে গতকাল রোববার শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার শিকার হন লিয়াকত আলী লাকীর অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তা। এ ছাড়া অন্তত ১৫ জন কর্মকর্তার কক্ষে তালা দিয়েছেন বিক্ষুব্ধরা। জানা যায়, গতকাল দুপুরে ছাত্র-জনতার ধাওয়া খেয়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ ছেড়েছেন মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় তার পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা।

এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন লিয়াকত আলী লাকী। ২০১১ সালের ৭ এপ্রিল প্রথম দায়িত্ব পান তিনি। সবশেষ ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মত তার মেয়াদ বাড়ানো হয়। এত দীর্ঘ সময় এই দায়িত্বে থাকার নজির আর কারো নেই।

দীর্ঘদিন ধরে লিয়াকত আলী লাকীর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ তৈরি হয়। দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদও করেছিল তাকে। এদিকে, আজ বিকেলে লাকীর পদত্যাগের দাবিতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা গেটে সমাবেশের ডাক দিয়েছেন থিয়েটার কর্মীরা। তার আগেই পদ ছাড়লেন তিনি।

এম.কে
১২ আগস্ট ২০২৪

আরো পড়ুন

নাবিকদের উদ্ধারে মুক্তিপণ দিতে হয়েছে ৫০ লাখ ডলার: রয়টার্স

ডিবির হারুনের দাপট নিয়ে চলতেন মাদকের ডিডি মামুন

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবারঃ তারেক রহমান