15.3 C
London
September 23, 2025
TV3 BANGLA
Uncategorized

অবিশ্বাস্য ঘটনাঃ ট্রাম্পের বহরের কারণে আটকে রাখা হলো ম্যাক্রোঁকে

নিউইয়র্কে ঘটে গেল এক বিরল ও অবিশ্বাস্য ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি বহর শহরের একটি প্রধান সড়ক ব্যবহার করছিলেন। এই সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর গাড়ি বহরকেও একই সড়কে প্রবেশ করতে হয়। কিন্তু নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট সরাসরি ফরাসি প্রেসিডেন্টের বহরকে আটকে দেয়।

পুলিশ সদস্যরা প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে জানিয়ে দেন, “সরি মিঃ প্রেসিডেন্ট, আপাতত আপনার গাড়ি ছাড়তে পারছিনা, কারণ এখন আমাদের প্রেসিডেন্টের বহর এই রাস্তা ব্যবহার করছেন।” এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্টের বহরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

ঘটনাটি আরও নাটকীয় মোড় নেয় যখন উপায়ন্তর না দেখে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বিষয়টি জানান। তিনি ট্রাম্পকে অনুরোধ করেন দ্রুত সমাধান করতে, যাতে তার যাত্রা নির্বিঘ্নে চলতে পারে।

কূটনৈতিক মহলে ঘটনাটি নিয়ে বিস্ময় ও সমালোচনা দেখা দিয়েছে। বিশ্ব রাজনীতির দুই গুরুত্বপূর্ণ নেতা একই শহরে অবস্থান করার কারণে নিরাপত্তার বিষয়টি জটিল হয়ে ওঠে। তবে এক প্রেসিডেন্টের জন্য অন্য প্রেসিডেন্টের গাড়ি বহর আটকে দেওয়া আন্তর্জাতিক কূটনৈতিক প্রটোকলের ক্ষেত্রে এক নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৩ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

Face 2 Face with Kazi Shamim Ahsan ll কাজী শামীম আহসান

যুক্তরাজ্যে ভিসা-মাস্টারকার্ডে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক

Law with N. Rahman l Solicitor Taj Uddin Shah and Nashit Rahman