TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অভিবাসন নিয়ে কনজারভেটিভ সরকারের উপর দলীয় সাংসদদের চাপ

পরবর্তী নির্বাচনের আগে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া বিদেশী কেয়ার কর্মী, বিদেশী শিক্ষার্থী এবং শরণার্থীদের সংখ্যা কমিয়ে আনার দাবি জানিয়েছেন কনজারভেটিভ সরকারের কয়েকজন সাংসদ। তারা প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে এই দাবি জানান।
ব্রিটেনের নেট মাইগ্রেশন ২০২৪ সালের আগে দ্রুত কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন টরি পার্টির ডেপুটি চেয়ার লি অ্যান্ডারসন, ব্যাকব্যাঞ্চার মিরিয়াম কেটস এবং ইপসুইচের সাংসদ টম হান্ট, যারা সাধারণত প্রধানমন্ত্রীর প্রতি অনুগত বলে বিবেচিত হন।
প্রকাশিত সরকারী পরিসংখ্যান অনুযায়ী আইনপ্রণেতাদের ক্রোধের মূল কারণ অভিবাসন জটিলতা। ইইউতে যারা প্রবেশ করেন তারা যুক্তরাজ্যের দিকে ঝুঁকে পড়ার কারণে অবৈধ অভিবাসন বৃদ্ধি পাচ্ছে বলেও তারা নিশ্চিত করেন।
যদিও কনজারভেটিভ সরকার অভিবাসননীতিতে কট্টর অবস্থান নিতে স্টুডেন্ট ভিসায় ডিপেন্ডেন্ট নেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার পোস্ট স্টাডি ওয়ার্ক বন্ধ করার জন্যও কাজ করছে বলে খবরে জানা যায়।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে, সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বলেছেন যে অভিবাসন হ্রাস করার প্রতিশ্রুতিই বরিস জনসনকে ২০১৯ সালের নির্বাচনে মূল শক্তি হিসেবে কাজ করেছিল।
প্রতিবেদনে আরো বলা হয়, “মাইগ্রেশন নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত পদক্ষেপ না নিলে কনজারভেটিভ পার্টি হতে ভোটারদের আস্থা হ্রাস পাবে।”
এম.কে
০৪ জুলাই ২০২৩

আরো পড়ুন

টেসকো সুপারস্টোরে আজ কাজ করছে না কন্ট্রাক্টলেস পেমেন্ট সিস্টেম, গ্রাহকদের ভোগান্তি

ইউরোপে ৫০০ বছরের মধ্যে সর্বোচ্চ খরা

অনলাইন ডেস্ক

ইউকে ৪৩ হাজার মৌসুমি ভিসা বছরে ইস্যু করবে