TV3 BANGLA
আন্তর্জাতিক

অভিবাসন প্রত্যাশীদের আলবেনিয়ায় পাঠাবে ইটালি

সাগরপথে চলে আসা অভিবাসন প্রত্যাশীদের একটা সময় পর্যন্ত আলবেনিয়ায় রাখার ব্যবস্থা করতে চলেছে ইটালি সরকার৷ এ লক্ষ্যে আলবেনিয়ায় দুটি সাময়িক আশ্রয় শিবির নির্মাণের বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত হয়েছে৷ সোমবার ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এ তথ্য জানান৷

চরম ডানপন্থি দলের নেত্রী হিসেবে মেলোনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকে সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছিলেন৷ তা সত্ত্বেও ভূমধ্যসাগর হয়ে অভিবাসন প্রত্যাশীদের ইটালিতে প্রবেশ হু হু করে বেড়েছে৷

২০২৩ সালের পরিসংখ্যানের তথ্যানুসারে, গত বছরের তুলনায় অবৈধ পথে অভিবাসন প্রত্যাশীদের ইটালিতে প্রবেশের হার অনেক বেড়েছে৷ গত বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে যেখানে মোট ৮৮ হাজার অভিবাসন প্রত্যাশী ইটালিতে পা রেখেছিল, চলতি বছর একই সময়ে সেই সংখ্যাটা বেড়ে এক লাখ ৪৫ হাজার দাঁড়িয়েছে৷

মেলোনি সরকার মনে করে, আলবেনিয়ায় দুটি অস্থায়ী আশ্রয় শিবির গড়ে সাগরপথে আসা অভিবাসন প্রত্যাশীদের সেখানে রেখে পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব৷ সোমবার রোমে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এবং ইটালির প্রধানমন্ত্রী মেলোনি এমন আশ্রয় শিবির নির্মাণের বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর করেন৷

চুক্তি সম্পাদনের পর মেলোনি জানান, ‘রিসিপশন সেন্টার’, অর্থাৎ অস্থায়ী আশ্রয় শিবির দুটি নির্মাণ করা হবে আলবেনিয়ার শেংজিন এবং জাদার অঞ্চলে৷ নির্মাণের সম্পূর্ণ ব্যয় বহন করবে ইটালি সরকার৷

তবে বর্তমান ইটালি সরকারের এই নীতিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। বিরোধী দলীয় সংসদ সদস্য আঞ্জেলো বনেলি মনে করেন, ইটালি আর আলবেনিয়া সরকারের এ চুক্তি ‘‘কনভেনশন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লংঘন৷”

এম.কে
০৯ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

বিখ্যাত তুর্কি স্যোশাল মিডিয়া শেফ প্রতারণার জন্য বাবার বিরুদ্ধে মামলা করেছেন

ভারতে পর্যটক ধস, সর্বোচ্চ পর্যটক ছিল ২১ লাখ বাংলাদেশি

হিজাব পরার পরও যে কারণে গ্রেপ্তার হচ্ছেন আফগান নারীরা