5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
Uncategorizedইউরোপশীর্ষ খবর

অভিবাসীদের সঙ্গে বিদ্বেষমূলক আচরণে পর্তুগালের ৭ পুলিশ সদস্য গ্রেপ্তার

পর্তুগালে অভিবাসীদের সঙ্গে জাতিগত বিদ্বেষের অভিযোগে দেশটির রিপাবলিকান ন্যাশনাল গার্ডের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সেদেশের অদেমিরা শহরে কৃষিখাতে কর্মরত বাংলাদেশি, ভারতীয় ও এশীয়দের উপর এ নির্যাতন চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা ইনফো মাইগ্রেন্টস।

 

জানা যায়, এশীয় অভিবাসী শ্রমিকদের মারধর, হাঁটু গেড়ে বসতে বাধ্য করা এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেন পুলিশ সদস্যরা৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনএন পর্তুগাল চ্যানেলে প্রচারিত এক ভিডিও প্রতিবেদনে পুলিশ সদস্যদের এমন আচরণের দৃশ্য প্রচারিত হয়৷ এই ঘটনায় অভিবাসীদের ওপর জাতিগত বিদ্বেষের অভিযোগ ওঠে৷

 

এর আগে গত বছর বিদেশিদের পরিষেবায় নিয়োজিত দপ্তরের কর্মীদের নির্যাতনে ইউক্রেনের নাগরিক ইগর হোমনিউক মারা যান৷ এই ঘটনায় বিদেশিদের সঙ্গে জাতিগত বিদ্বেষমূলক আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয়৷

 

লিসবন থেকে ২০০ কিলোমিটার দূরে অদমেরির ঘটনায় ক্ষুব্ধ দেশটির ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা৷ রোববার (২০ ডিসেম্বর) তিনি বলেন, ‘‘এমন আচরণ অগ্রহণযোগ্য৷’

নিন্দা প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সুসাও৷ এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি একে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘স্বাধীনতার অগ্রহণযোগ্য লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেন৷ সেই সঙ্গে ‘দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের’ আহ্বানও জানান৷

 

২০ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

মর্গেজ অ্যাডভাইজ: লাভজনক প্রোডাক্ট ট্রান্সফার রেট পাওয়ার কৌশল

অনলাইন ডেস্ক

রাত ১০টার পর পাব বন্ধ থাকায় ঝুঁকিতে দোকানদাররা!

অনলাইন ডেস্ক

রান্নার তেল বিক্রি সীমিত করছে ব্রিটিশ সুপারমার্কেটগুলো

অনলাইন ডেস্ক