5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অভিবাসী ভিসা আবেদনে নিয়ম পরিবর্তন করায় বড় পতন

যুক্তরাজ্যে আসার জন্য বিদেশী শ্রমিক, শিক্ষার্থী এবং তাদের পরিবারের ভিসার আবেদনকারীর সংখ্যা গত ১২ মাসের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে।

কনজারভেটিভ সরকার কর্তৃক প্রবর্তিত নিয়মে বেশিরভাগ আন্তর্জাতিক শিক্ষার্থী এবং কেয়ার ওয়ার্কারদের পরিবারকে যুক্তরাজ্যে নিয়ে আসা নিষিদ্ধ করা হয়েছিল।

হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী অভিবাসীদের আবেদন সংখ্যা ২০২৩ সালের জুলাই মাসের ১,৪১,০০০ হতে নেমে ৯১,০০০ এ এসে ঠেকেছে।
কেয়ার ওয়ার্কারদের ভিসার জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় ৮০% হ্রাস পেয়ে ২,৯০০ এ নেমে গিয়েছে।

হোম অফিস এই বিষয়ে জানায়, ” আমরা ব্রিটিশ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছি যাতে নিজস্ব কর্মী দিয়ে এই সেক্টরের সংকট কাটিয়ে উঠা যায়।”

হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন, ইমিগ্রেশন যুক্তরাজ্যের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছিল। তবে এটি অবশ্যই একটি ন্যায্য ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করা উচিত।

ন্যাশনাল কেয়ার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কো-চেয়ারম্যান নাদ্রা আহমেদ বলেন, ” যদি ব্রিটিশ কর্মীরা কাজ করতে ইচ্ছুক হয়ে থাকে তবে আমাদের আন্তর্জাতিক অভিবাসীদের এই খাতে প্রয়োজন হবে না।”

উল্লেখ্য যে, কনজারভেটিভ সরকার নেট মাইগ্রেশন কমিয়ে আনার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিল তবে তারা সেই ফলভোগ করতে পারে নাই। ইমিগ্রেশন বিশ্লেষকদের মতে শিক্ষার্থী ও কেয়ার ওয়ার্কারদের পরিবার আনতে না দেওয়ার সিদ্ধান্ত ভিসা আবেদনকারী সংখ্যা হ্রাস করতে সাহায্য করেছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
১০ আগস্ট ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে ডিপেন্ডেন্ট কেউ আসতে হলে তার স্পন্সরের আর্থিকভাবে স্বচ্ছল হতে হবেঃঋষি সুনাক

যুক্তরাজ্যে খরচ কুলাতে না পেরে পোষা কুকুর রাস্তায় ফেলে আসছেন মালিকেরা

কনজারভেটিভ সাধারণ নির্বাচনে জিততে পারবে নাঃ ঋষি সুনাক