নেদারল্যান্ডস দূতাবাসের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছে অরেঞ্জ কর্নারস কোহর্ট–৬-এর আবেদন প্রক্রিয়া। বৈশ্বিক এই উদ্যোক্তা সহায়তা উদ্যোগে যুক্ত রয়েছে ২০টি দেশের ৪,০০০-এর বেশি অ্যালামনাই, যার অংশ হয়ে বাংলাদেশ গর্বের সঙ্গে এগিয়ে চলেছে। তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ও ব্যবসায়িক পরামর্শে সংযুক্ত করার লক্ষ্যেই নতুন কোহর্টের এই আবেদন গ্রহণ শুরু হয়েছে।
অরেঞ্জ কর্নারস হচ্ছে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ, মেন্টরশিপ, তহবিল, সুবিধা ও বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা গড়ে তুলতে সহায়তা করে। বাংলাদেশে এই প্রোগ্রাম বাস্তবায়ন করছে ওয়াইওয়াই ভেঞ্চারস, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার ও সাজিদা ফাউন্ডেশন, ইউনিলিভার বাংলাদেশের সহায়তায়।
১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের উদ্যোক্তা দক্ষতা বিকাশে এই প্রোগ্রাম দীর্ঘদিন ধরে কাজ করছে। অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যবসায়িক প্রশিক্ষণ, বাজার বিশ্লেষণ, কৌশলগত পরিকল্পনা, টেকসই ব্যবসা মডেল তৈরিসহ হাতে–কলমে মেন্টরশিপ পান। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে ভূমিকা রাখে এমন উদ্যোগগুলোকে বিশেষভাবে উৎসাহিত করা হয়।
আগ্রহীরা অনলাইন আবেদন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। আবেদন সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে একটি নিশ্চিতকরণ ইমেইল পাঠানো হবে। প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের আগামী ডিসেম্বরের শুরুতে ঢাকায় আয়োজিত ইন–পারসন সিলেকশন বুটক্যাম্পে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। বাছাই প্রক্রিয়ার শেষ ধাপ পেরিয়ে নির্বাচিত তরুণরা ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া ইনকিউবেশন প্রোগ্রামে যোগ দেবেন।
নেদারল্যান্ডস দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পের লক্ষ্য শুধু প্রশিক্ষিত উদ্যোক্তা তৈরি করা নয়; বরং বাংলাদেশে একটি শক্তিশালী, উদ্ভাবনী ও টেকসই উদ্যোক্তা পরিবেশ গঠন করা। আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হয়ে বাংলাদেশি তরুণরা আরও বড় সুযোগ ও বাজারে প্রবেশ করতে পারবেন বলেও আশা প্রকাশ করা হয়।
সূত্রঃ নেদারল্যান্ডস হাই কমিশন
এম.কে

