একজন পেনশনভোগীর মৃত্যু কামনা করায় লেবার পার্টি থেকে বরখাস্ত হলেন একজন এমপি।
একজন পেনশনভোগীকে নিয়ে বেফাঁস মন্তব্য করার পর লেবার পার্টির তাদের সরকারের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত ও তার দলের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে।
স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুইনকে নিয়ে আরও অভিযোগ এসেছে বলেও জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদন। অ্যান্ড্রু গুইন একাধিক বার্তায় বর্ণবাদী ও নারীবিদ্বেষী মন্তব্য করেছেন। তার মধ্যে কিছু মন্তব্যে ইহুদি বিদ্বেষের ইঙ্গিত ছিল এবং ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারকে অবমাননাকর ভাষায় আক্রমণ করেছিলেন বলেও জানা যায়।
৫০ বছর বয়সী গুইন, স্থানীয় লেবার পার্টির অন্যান্য সদস্যদের সঙ্গে থাকা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এইসব মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার মেইল অন সানডে পত্রিকা লেবার পার্টির কাছে এসব বার্তা তুলে ধরার পর কিয়ার স্টারমার তাকে বরখাস্ত করেন।
সরকারের এক মুখপাত্র বলেছেন, “প্রধানমন্ত্রী জনসেবার স্বার্থে উচ্চ নৈতিক মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো মন্ত্রী এই মানদণ্ড না মানলে তিনি ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না, যেমনটি এই ক্ষেত্রে করা হয়েছে।”
গুইনের ফাঁস হওয়া বার্তাগুলোর মধ্যে একটি ছিল ৭২ বছর বয়সী এক নারীর বিষয়ে, যিনি তার লেবার কাউন্সিলরের কাছে ময়লার বিন সংগ্রহ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন।
ওই নারী তার চিঠিতে লিখেছিলেন—
“আপনি পুনর্নির্বাচিত হয়েছেন, তাই আমি বিন সংগ্রহের বিষয়ে আপনার সঙ্গে যোগাযোগ করছি।”
এই চিঠি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হলে গুইন ব্যঙ্গাত্মকভাবে একটি উত্তর প্রস্তাব করেন:
“প্রিয় বাসিন্দা, আপনার বিন নিয়ে মাথা ঘামাই না। আমি পুনরায় নির্বাচিত হয়েছি, তাও আপনার ভোট ছাড়াই। আপনাকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। পিএস: আশা করি, “all-outs” নির্বাচনের আগেই আপনি মরে যাবেন।”
এখানে “all-outs” বলতে সম্পূর্ণ কাউন্সিল নির্বাচনের কথা বোঝানো হয়েছে, যেখানে পুরো স্থানীয় কর্তৃপক্ষ পুনর্নির্বাচনের মুখে পড়ে।
অন্য এক বার্তায় গুইন অভিযোগ করেন, কারও নাম শুনে তাকে “খুব বেশি ইহুদি” ও “অত্যধিক সামরিকপন্থী” মনে হয়েছে এবং প্রশ্ন করেন: “সে কি মোসাদের এজেন্ট?”
এছাড়া, তিনি অভিজ্ঞ লেবার এমপি ডায়ান অ্যাবট এবং ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেছেন।
২০১৯ সালে “Trigger Me Timbers” নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে গুইন মন্তব্য করেন, একজন কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ডায়ান অ্যাবটের সংসদে উপস্থিতির প্রশংসা করা “একটি তামাশা”, এবং এটি শুধুমাত্র “ব্ল্যাক হিস্ট্রি মান্থ উপলক্ষে ঘটেছে।”
২০২১ সালের মার্চে, যখন অ্যাঞ্জেলা রেনার সংসদীয় খরচে ওয়্যারলেস হেডফোন কেনার কারণে সমালোচিত হন, তখন গুইন একটি প্যারোডি অ্যাকাউন্টের টুইট শেয়ার করেন, যা ঘটনাটিকে একটি যৌন কাজের সঙ্গে তুলনা করেছিল।
শনিবার সন্ধ্যায় গুইন বলেন:
“আমি আমার ভুল মন্তব্যের জন্য গভীর অনুশোচনা করছি এবং যেকোনো প্রকার কষ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী ও দলের নেওয়া সিদ্ধান্ত আমি পুরোপুরি বুঝতে পেরেছি যদিও আমি বরখাস্ত হওয়ায় দুঃখিত।”
লেবার পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, “অ্যান্ড্রু গুইনকে প্রশাসনিকভাবে দলের সদস্যপদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পার্টির নিয়ম অনুযায়ী হোয়াটসঅ্যাপ গ্রুপে তার করা মন্তব্যগুলো তদন্ত করা হবে।”
তিনি আরও বলেন, “যদি কেউ লেবার পার্টির উচ্চ নৈতিক মান লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
০৯ ফেব্রুয়ারি ২০২৫