সিডনিতে দুই দিন ট্রেন চলবে বিনা ভাড়ায়। ফলে, কোনো যাত্রীকে গুনতে হবে না ভাড়া! অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সরকার ঘোষণা করেছে, ৩১ জুলাই, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ০১ মিনিট থেকে শুরু হয়ে ১ আগস্ট, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা এই দুই দিন সিডনি মেট্রো, সিডনি ট্রেনস এবং এনএসডব্লিউ ট্রেনলিংক সার্ভিসে সম্পূর্ণ বিনা মূল্যে ভ্রমণ করা যাবে।
এই সুযোগটি এসেছে সম্প্রতি দীর্ঘদিন ধরে চলা রেলশ্রমিকদের ধর্মঘট ও শ্রমবিরোধের প্রেক্ষিতে। এ সময়ে যাত্রীদের যে অসুবিধা ও ভোগান্তি পোহাতে হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবেই এনএসডব্লিউ সরকার এই ‘ফেয়ার-ফ্রি ডে’ বা ভাড়ামুক্ত দিবসের ঘোষণা দিয়েছে। এর মূল লক্ষ্য দুটি—জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করা এবং শহরের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা-বাণিজ্যে নতুন করে প্রাণের সঞ্চার করা।
কী থাকছে এই দুই দিনের সুবিধায়
সিডনি মেট্রো, সিডনি ট্রেনস ও এনএসডব্লিউ ট্রেনলিংক সার্ভিসের সব যাত্রা সম্পূর্ণ বিনা মূল্যে উপভোগ করা যাবে। এই ৪৮ ঘণ্টা যাত্রীদের অপাল কার্ড ‘ট্যাপ-ইন’ বা ‘ট্যাপ-আউট’ করার প্রয়োজন নেই। স্টেশনগুলোর গেট স্বয়ংক্রিয়ভাবে খোলা থাকবে।
তবে এনএসডব্লিউ ট্রেনলিংকের আন্তনগর ট্রেনগুলোতে ভ্রমণের জন্য যাত্রীদের আগের মতোই টিকিট বুক করতে হবে। পরবর্তী সময়ে সেই টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে অথবা ভাউচারে রূপান্তরিত করা হবে।
এই সুবিধা কেবল রেল পরিষেবার জন্য প্রযোজ্য। বাস, ফেরি এবং লাইট রেলে আগের মতোই ভাড়া বহাল থাকবে। যাত্রীদের সুবিধার্থে শহরের ‘পার্ক অ্যান্ড রাইড’ গাড়ি পার্কিংগুলোও এই দুই দিনের জন্য বিনা মূল্যে ব্যবহার করা যাবে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিশেষ উদ্যোগে দশ লাখের বেশি যাত্রী সরাসরি উপকৃত হবেন। আমরা চাই, মানুষ ঘর থেকে বেরিয়ে আসুক, শহরকে আবারও জীবন্ত করে তুলুক। শহরের ক্যাফে, দোকান ও রেস্টুরেন্টগুলোতে আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসুক।’
এটা নিছক একটি ভাড়ামুক্ত যাত্রা নয়, বরং নগরবাসীর সঙ্গে সেবাদানকারী কর্তৃপক্ষের সম্পর্ক মেরামতের একটি প্রতীকী প্রচেষ্টা। সেবা যেন হয় সুলভ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন—এই উদ্যোগ যেন সেই প্রতিশ্রুতিরই প্রতিচ্ছবি। এই সুযোগে সিডনির ভ্রমণপিপাসুরা চাইলে অপেরা হাউস, হারবার ব্রিজ কিংবা ব্লু মাউন্টেইনসের মতো শহরের নানা দর্শনীয় স্থানে ঘুরে আসতে পারেন—এক টাকাও ভাড়া না দিয়ে!
এম.কে
৩১ জুলাই ২০২৫