TV3 BANGLA
বাংলাদেশ

আইসিইউতে খালেদা জিয়াঃ হঠাৎ অবনতিতে সংকটজনক অবস্থায় বিএনপি চেয়ারপারসন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় তাকে রোববার দিবাগত রাতে ভোরের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানান, জরুরি প্রয়োজনেই তাকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে নিয়ে ভেন্টিলেশনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস সহায়তা দেওয়া হচ্ছে।

হাসপাতালসূত্রে জানা যায়, রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসক দল বৈঠকে বসে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এর পরপরই তাকে বিশেষায়িত ইউনিটে নিয়ে চিকিৎসা জোরদার করা হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখন ‘সংকটজনক’, তবে স্থিতিশীল রাখার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় বিএনপির কয়েকজন শীর্ষ নেতা ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানেন। সেখানে উপস্থিত একজন নেতা বলেন, “ম্যাডামের অবস্থা সংকটজনক। তবে তিনি ভেন্টিলেশনে আছেন, লাইফ সাপোর্টে আছেন—এটা ঠিক নয়।”

চিকিৎসক দল জানায়, খালেদা জিয়ার দীর্ঘদিনের নানা শারীরিক জটিলতা বর্তমানে আরও তীব্রতা পেয়েছে। বিশেষজ্ঞরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা খালেদা জিয়ার স্বাস্থ্যের এ অবনতি ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন শীর্ষ নেতারা।

সূত্রঃ প্রথম আলো

এম.কে

আরো পড়ুন

কবে থেকে রাজনৈতিক সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা

দুবাইয়ে থাকা সম্পদ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশীরা!

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. ইউনূস