11.6 C
London
January 1, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

আইসিসি’র প্রধান কৌঁসুলি কক্সবাজারে, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান সোমবার (২৫ নভেম্বর) কক্সবাজার পৌঁছেছেন। তিনি দুই দিন কক্সবাজার অবস্থান করবেন। বাংলাদেশ সফরের শুরুতেই তিনি ঢাকা থেকে সরাসরি কক্সবাজার আসেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাতে তিনি জানান, আইসিসি প্রধান সোমবার কক্সবাজার পৌঁছেন। মঙ্গলবার তিনি কক্সবাজারের উখিয়ার এক ও চার নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন ও বাস্তুচুত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। পরে বিকাল সাড়ে ৪টার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে কথা বলবেন।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আইসিসির তদন্তের বিষয়ে খোঁজ নেবেন তিনি।

আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে করিম খানের এটা তৃতীয় বাংলাদেশ সফর।

২০১৭ সালের আগস্টের পর রাখাইন রাজ্য থেকে মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের বিতাড়ন করে মানবতাবিরোধী অপরাধ করেছে কিনা, সেটার জবাবদিহি নিশ্চিত করতে যুক্ত হয়েছে আইসিসি।

এম.কে
২৬ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

দ্বৈত নাগরিকত্বের জন্য যা করতে হবে বাংলাদেশে

অনলাইন ডেস্ক

সরকারের অযাচিত সিদ্ধান্তকে অর্থনৈতিক দূরাবস্থার জন্য দায়ী করলেন এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট

বরগুনা আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে হাসিনার ভিডিও নির্দেশনা

নিউজ ডেস্ক