9.1 C
London
January 21, 2026
TV3 BANGLA
স্পোর্টস

আইসিসির ভোটে বাংলাদেশের পাশে ছিল শুধু একটি দেশ

বাংলাদেশ দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ বুধবার (২১ জানুয়ারি) ভার্চুয়ালি সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিত্ব করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

 

সভায় ছিলেন ক্রিকেট খেলুড়ে ১৫টি দেশের প্রতিনিধিরা। ভার্চুয়াল এই সভায় বিসিবির পক্ষে ছিলেন সভাপতি আমিনুল। ছিলেন আইসিসির সভাপতি জয় শাহ, সিইও স‌ংযোগ গুপ্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শাইকিয়া, শ্রীলংকা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুকুহলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস, ক্রিকেট নিউজিল্যান্ডের পক্ষে রবার্ট টোয়েস।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মুসাজি এবং ক্রিকেট আফগানিস্তানের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ অংশ নেন। বৈঠকে ছিলেন আইসিসির হেড অফ ইভেন্টস এবং লিগ্যাল অফিসার।

আইসিসির বোর্ডসভায় বাংলাদেশের সমস্যার সমাধানে ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের পাশে ছিল শুধুমাত্র পাকিস্তান। বাকি ১৪জন প্রতিনিধি টি-টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার পক্ষে সায় দেন।

তবে সেটি কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এ জন্য একদিন সময় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ খবর দিয়েছে ক্রিকইনফো।

প্রসঙ্গাত, নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ।

সূত্রঃ ক্রিকইনফো

এম.কে

আরো পড়ুন

টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে ভারতকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ

বাফুফে নির্বাচন থেকে সরে গেলেন সালাউদ্দিন

খেলা দেখতে ভারতে আসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক

নিউজ ডেস্ক