7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

আওয়ামী লীগ নেতারা কোথায় পালিয়ে আছেন, জানেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে গত ৫ আগস্ট ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে গেছেন।

আওয়ামী লীগের নেতারা দেশে কোথায় পালিয়ে আছেন, তা জানেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। আজ সোমবার ঢাকা ক্যান্টনমেন্টে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের উদ্দেশে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এ দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই। সময় দেন হয়তো ভুলে যাবে। এত তাড়াতাড়ি ভুলে নাই, কারণ যাকে নেতা ধরছিলেন, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে তাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে। আমরা জানি কে কোথায় আছে।।’

আওয়ামী লীগকে সংগঠিত করার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লোক জড়ো করুক আর যাই করুক এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজড করেন। পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে। এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজড করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো থাকেন। ইলেকশন এলে কনটেস্ট করবেন। জনগণ ভোট দিলে ভোটে যাবেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা বরং পার্টিকে রিঅর্গানাইজড করেন, এটা অনেক বড় পার্টি, আই হ্যাভ আ লট অব রেসপেক্ট ফর আওয়ামী লীগ। একসময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। আপনারা আসুন, যারা রেগুলার (রাজনীতি) করতে চান। এখানে মারামারি করে কোনো লাভ নাই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি ৪০০ থেকে ৫০০ বা তারও বেশি মারা গেছে উভয়পক্ষে। পুলিশের যে অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে।’

এম.কে
১২ আগস্ট ২০২৪

আরো পড়ুন

সঠিক চশমা ব্যবহার উপার্জন শক্তি বাড়িয়ে তুলতে পারেঃ গবেষণা

বাংলাদেশ হতে জার্মানিতে পোশাক রপ্তানি কমল ১৫ শতাংশ

দুটি ছবি ঘিরে হঠাৎ আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা লে. জে. সারওয়ার হাসান